লাহোরে উড়ল তেরঙ্গা, স্টেডিয়াম থেকে ভারতীয় সমর্থককে বের করে দিল পাকিস্তান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করায় এক ভারতীয় সমর্থককে বের করে দিল পাকিস্তান। এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। কলার ধরে বের করে দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ঠিক কী কারণে সেই সমর্থককে টেনে বের করা হচ্ছিল বিষয়টি নিয়ে মুখ খোলেনি কর্তৃপক্ষ। এই ঘটনায় সমালোচনার ঢেউ উঠেছে নেটদুনিয়া।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। বিসিআইয়ের চাপে আইসিসি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে। ভারত পাকিস্তানে না গিয়ে প্রতিটি ম্যাচ খেলছে দুবাইতে। এতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড সহ পাকিস্তান সরকার অখুশি। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে করাচির স্টেডিয়ামে লাগানো হয়নি ভারতের পতাকা। এ বার ভারতের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করায় এক সমর্থককে বের করে দিল পাকিস্তান।

আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও

এমনই এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে লাহোরের স্টেডিয়ামে ঢুকেছিল এক ভারতীয় সমর্থক। সে খেলা চলাকালীন গ্যালারিতে পতাকা ওড়ালে বিষয়টি নজরে আসে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের। সেই সমর্থকের হাত থেকে ভারতের পতাকা কেড়ে নিয়ে কলার ধরে বের করে আনা হয়। এবং তাকে মারধোর করা হয় বলেও অভিযোগ।

তবে সেদিন আরও এক ঘটনা ঘটে লাহোরের স্টেডিয়ামে। ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়েছিল। যদিও ভারতের জাতীয় সঙ্গীতের মাত্র একটা লাইন বাজানো হয়েছিল। যা নিয়ে বিতর্ক হয়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন