স্বদিচ্ছায় ঘরবাড়ি ছেড়ে অফিসে থাকেন মহিলা, স্নান করেন জিমে, জানুন অদ্ভুত আচরণের কারণ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাড়িঘর ছিল। কিন্তু সেসব ছেড়ে তিনি নিজের গাড়িতেই রাতে ঘুম শুরু করেন। কিন্তু সেভাবে বেশিদিন চলেনি। কারণ গাড়িটি ঘুমের জন্য উপযুক্ত ছিলনা। গাড়িতে তো শোওয়া যাচ্ছেনা। তাহলে উপায়?

ওই মহিলা দাবি করেছেন তিনি যে অফিসে কাজ করতেন, সেই অফিসের বড় কর্তাদের সঙ্গে কথা বলেন। অফিসেই কোথাও একটা থেকে যাওয়ার অনুরোধ করেন। সেভাবে অফিসেরই একটি ছোট্ট ঘরে স্থান হয় তাঁর।

আরও পড়ুন:- পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক, জানুন কোন জালিয়াতি সামনে এলো

সেই ঘরে ঘুমটা হয়ে যায়। আর একটি জিমের তিনি সদস্যা। সেখানেই তিনি প্রতিদিন গিয়ে স্নান সেরে আসেন। তাঁর যা নিজস্ব জিনিসপত্র আছে তা রাখার জন্য অল্প টাকায় একটি জায়গা ভাড়া নিয়েছেন। সে জায়গায় কেবল তাঁর জিনিসপত্রই রাখা সম্ভব। এতটাই ছোট। কিন্তু কেন এই কৃচ্ছ্রসাধন? তারও উত্তর দিয়েছেন ওই মহিলা।

ওই মহিলা একটি অ্যাপে জানিয়েছেন তিনি এসব করেন যাতে বাড়ি ভাড়া বাঁচাতে পারেন। বিশাল অঙ্কের বাড়ি ভাড়া দিতে দিতে তিনি ক্লান্ত বলেই দাবি করেছেন ওই মহিলা।

তাই একসময় বাড়ি ছেড়ে দেন। তাহলে ভাড়াও গুনতে হয়না। তারপর গাড়িতে ও পরে অফিসে থাকা শুরু। নিজের জীবন কাটানোর জন্য নানা উপায় বার করেছেন তিনি। তবে বাড়ি ভাড়া দিতে নারাজ।

মনে করা হচ্ছে ওই মহিলা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও জায়গার বাসিন্দা। তবে তাঁর বাড়ি ভাড়া বাঁচানোর জন্য এই নানা উপায়ে জীবন কাটানোর কাহিনি ইন্টারনেটে অনেকের নজর কেড়েছে।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন