দারুন খবর! এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন 3000 টাকা। আবেদন করুন এভাবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্রীয় সরকার তার জন সাধারণের জন্য চালু করেছে ই শ্রম কার্ড প্রকল্প (E Shram Card). যে প্রকল্পের হাত ধরে আর্থিক সহায়তা পাবেন এই সমাজের দরিদ্র সাধারণ মানুষ। এমনিতেই কেন্দ্র নানান ধরনের প্রকল্প করে সাধারণ মানুষের জন্য উপকার করেছে। তার মধ্যেই অন্যতম এই প্রকল্প। আসুন জেনে নেওয়া যাক ই শ্রম কার্ড প্রকল্পে ঠিক কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে ইত্যাদি।

E Shram Card Scheme 2025

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কর্তৃক চালু হওয়া একটি বেশ নামকরা প্রকল্প (Government Scheme) হল ই শ্রম কার্ড। অসংগঠিত ক্ষেত্রের কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা কোনও নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না, তাঁরা সকলে এই কার্ডের জন্য আবেদন জমা করতে পারেন। কিন্তু এখানেও কিছু নিয়ম কানুন রয়েছে। যারা আয়কর জমা দেন তারা এই কার্ডের জন্য আবেদন জমা করতে পারবেন না।

শুধু তাই নয়, ইপিএফও (EPFO) বা ইএসআইসি (ESIC)-এর সদস্যরাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই প্রকল্পে বহু দরিদ্র মানুষ তো উপকার পেয়েছেনই। পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত দেশের ২০ কোটি মানুষ প্রকল্পের আওতায় এসেছেন। সব মিলিয়ে ২ কোটি মানুষকে সুবিধা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

E Shram Card Benefits

ই শ্রম কার্ড থাকলে কি কি সুবিধা পাবেন? আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। ১) এই কার্ড থাকলে আপনার সন্তান শিক্ষার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন। ২) যদি এই কার্ড থাকে, তবে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে দুর্ঘটনার কারণে কোনও ব্যক্তি মারা গেলে তার পরিবার পাবেন সর্বাধিক ২ লক্ষ টাকা। আর যদি আংশিক অঙ্গহানি হয় তবে তিনি পাবেন ১ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ।

আরও পড়ুন:- কনে ছেড়ে অন্য ৩ জনের গলায় মালা দিলেন বর, তারপর….

E Shram Card Eligibility

  1. যদি আপনার ১৬ বছর বয়স হয় তবে এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন।
  2. ৬০ বছর বয়সের পর থেকে আপনি এই কার্ড
    থাকলে প্রতিমাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন।
  3. ই শ্রম কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি শুধু পেনশনই নয়, একাধিক সরকারি সুবিধাও পাবেন।
  4. যারা আয়কর দেন তাঁরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত নন। ৫) ইপিএফও (EPFO) বা ইএসআইসি (ESIC)-এর সদস্যরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

E Shram Card Application

  1. ই শ্রম কার্ড প্রকল্পের সুবিধা পেতে আপনাকে কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. এবার সেখান থেকে ‘নিউ রেজিস্ট্রেশন’ (New Registration) অপশনটিতে ক্লিক করতে হবে।
  3. ‘রেজিস্ট্রেশন অন ই লেবার’ (Registration on E Labour) অপশনটিতে ক্লিক করার পর আপনার আধার লিঙ্কড মোবাইল নম্বরটি এন্টার করুন। আর তারপর মোবাইলে প্রাপ্ত ওটিপি নম্বরটি সাবমিট করুন।
  4. আপনার ব্যক্তিগত, কাজের এবং ব্যাঙ্কের সব তথ্য দিয়ে আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করুন।
  5. সব তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট অপশনটিতে ক্লিক করুন। আর তাহলেই আপনার আবেদন সাবমিট হয়ে যাবে।
  6. আরও পড়ুন:- HDFC Scholarship-এ ছাত্রছাত্রীরা পাবেন 50,000 টাকার বৃত্তি। কিভাবে আবেদন জানাবেন দেখে নিন

    আরও পড়ুন:- গোবিন্দার ও সুনীতার ৩৭ বছরের দাম্পত্য কি এবার ভাঙতে চলেছে ? জানতে বিস্তারিত পড়ুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন