Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একই মাঠে খেলার জন্য ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেন এবং মাইকেল আথারটন। তাঁদের দাবি, দুবাইয়ে তাদের সমস্ত ম্যাচ খেলার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একটি উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছে। কারণ পাকিস্তান-সহ অন্য দলগুলিকে বিভিন্ন মাঠে খেলতে হচ্ছে।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। যদিও ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করে। এনিয়ে দীর্ঘ টানা পোড়েনের পরে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলছে। অন্যদিকে, বাকি দলগুলি পাকিস্তানের বিভিন্ন ভেন্যুতে খেলছে। এনিয়ে স্কাই স্পোর্টসকে হুসেন এবং আথারটন বলেছেন যে বিভিন্ন পিচ এবং আবহাওয়ায় খেলতে হচ্ছে বাকি দলগুলিকে। ভারতের ক্ষেত্রে এক মাঠ হওয়াতে সেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না। যার কারণে ক্লান্তি, যাতায়াতের ধকল নিতে হচ্ছে না ভারতীয় খেলোয়াড়দের। শুধুমাত্র দুবাইতে খেলার কারণে ভারত অনস্বীকার্য সুবিধা পাচ্ছে বলে মনে হচ্ছে। তারা শুধুমাত্র একটি ভেন্যুতে খেলছে। তাদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে হবে না। যেটা অন্য দলগুলিতে করতে হবে।’
আরও পড়ুন:- মাখানা নিঃসন্দেহে সুপারফুড, কিন্তু দাম এত কেন? যা জানা জরুরি
মাইকেল আথারটনের কথায় সহমত পোষণ করেন নাসের হুসেন বলেন, ‘এটা একটা সুবিধা। টুর্নামেন্টের সেরা দলের জন্য সেই সুবিধা। অন্যদিন আমি একটি টুইট দেখেছিলাম। পাকিস্তান আয়োজক দেশ, আর ভারত আয়োজকের সুবিধা পাচ্ছে। ভারতীয় দল এক জায়গায় আছে। তারা এক হোটেলে আছে। কোথাও যেতে হচ্ছে না। তারা একই ড্রেসিংরুমে আছে। তারা পিচ জানে। তারা সম্ভবত পিচ বেছে নিয়েছিল। দুবাই কেমন তা জেনেই তারা পিচ বেছে নিয়েছিল।’ হুসেন এবং আথারটন, দু’জনেই উল্লেখ করেছেন যে শুধুমাত্র দুবাইয়ের অবস্থার ওপর ভিত্তি করে কৌশল ঠিক করার জন্য ভারতের গুরুত্বপূর্ণ সুবিধা হয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ভারত ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের গ্রুপ-পর্যায়ের শেষ ম্যাচ।
আরও পড়ুন:- HDFC Scholarship-এ ছাত্রছাত্রীরা পাবেন 50,000 টাকার বৃত্তি। কিভাবে আবেদন জানাবেন দেখে নিন
আরও পড়ুন:- গোবিন্দার ও সুনীতার ৩৭ বছরের দাম্পত্য কি এবার ভাঙতে চলেছে ? জানতে বিস্তারিত পড়ুন