নিজে থেকেই অ্যাপ ডাউনলোড হচ্ছে ফোনে? জানুন কী ভাবে বন্ধ করবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্মার্টফোনে নিজে থেকেই ডাউনলোড হচ্ছে অ্যাপ। অনেকেই এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। হঠাৎ করে অ্যাপ ডাউনলোড শুরু হলে অনেকেই ঘাবড়ে যান। ডাউনলোডের উৎস খুঁজতেও সমস্যায় পড়েন। অজান্তে ডাউনলোডের জেরে অনেক সময়ই অপ্রয়োজনীয় অ্যাপে ভরে যায় স্মার্টফোন। এর জেরে স্মার্টফোনের জায়গা যেমন নষ্ট হয়, তেমনই বিপজ্জনক অ্যাপ ডাউনলোডের জেরে অন্য সমস্যাও এসে ভিড় করতে পারে। তাই অটোমেটিক অ্যাপ ডাউনলোড বন্ধ করা জরুরি। যে কোনও অ্যাপকে ডাউনলোড হওয়ার পারমিশন দিয়ে রাখা বিপজ্জনক হতে পারে। সে জন্য কী কী করা প্রয়োজন জানুন।

অ্যাপকে দেওয়া অনুমতি পরিবর্তন করুন: আপনার ডিভাইসে Settings অ্যাপ খুলুন। অ্যাপ বিকল্পে ট্যাপ করুন। যে অ্যাপটি আপনি পরিবর্তন করতে চান, তাতে ট্যাপ করুন। অ্যাপটি খুঁজে না পেলে, সমস্ত অ্যাপ দেখুন বিকল্পে ট্যাপ করুন। তার পর নিজের অ্যাপটি বেছে নিন। অনুমতি বিকল্পে ট্যাপ করুন। কোনও অ্যাপকে অনুমতি দিলে বা খারিজ করলে, সেগুলি আপনি এখানে পাবেন। অনুমতি সংক্রান্ত সেটিং পরিবর্তন করতে, এটি ট্যাপ করুন, তার পর অনুমতি দিচ্ছি বা অনুমতি দিচ্ছি না বিকল্প বেছে নিন। লোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোন সংক্রান্ত অনুমতির জন্য, উল্লেখ করা এই বিষয়গুলির মধ্যে থেকে বেছে নিতে পারেন। অ্যাপ যে কোনও সময়ে অনুমতি মেনেই অ্যাকশন নেবে, এমনকী আপনি যখন অ্যাপ ব্যবহার করেন না তখনও।

আরও পড়ুন:- পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক, জানুন কোন জালিয়াতি সামনে এলো

শুধু অ্যাপ ব্যবহারের সময়ে অনুমতি দিন: শুধু অ্যাপ ব্যবহার করার সময়ে অনুমতি অ্যাকশন ব্যবহার করতে হবে। প্রতিবার অ্যাপ খোলার সময়ে অনুমতি চাইবে। অ্যাপ বন্ধ না হওয়া পর্যন্ত আপনার দেওয়া অনুমতি ব্যবহার করতে পারে।

অনুমতি পরিবর্তন করুন: আপনার ডিভাইসে Settings অ্যাপ খুলুন। সুরক্ষা ও গোপনীয়তা এবং পারমিশন ম্যানেজার বিকল্পে পর ট্যাপ করুন। আপনি কোনও অ্যাপে অনুমতি দিলে বা খারিজ করলে, এখানে দেখতে পাবেন। অ্যাপের অনুমতি পরিবর্তন করতে, অনুমতি সেটিংস বেছে নিন। নিজে থেকে কোনও অ্যাপ ডাউনলোড হওয়ার সুযোগ পাবে না।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন