Bangla News Dunia, Pallab : আরও কিছুদিন গাজায় যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে ইজরায়েল ও হামাস। যুদ্ধবিরতি চুক্তি মোতাবেক, হামাস চার পণবন্দির দেহ ফেরাবে। অন্যদিকে, জেলবন্দি শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইজরায়েল। আপাতত যুদ্ধবিরতি অটুট থাকবে বলে ইজরায়েল প্রশাসনের একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
শনিবার শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও ইজরায়েল তা পিছিয়ে দেয়। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের অভিযোগ, ইজরায়েলি পণ বন্দিদের মুক্তি দেওয়ার সময় হামাস তাঁদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে। এটা বন্ধের দাবি জানিয়েছে ইজরায়েল। শেষ পর্যন্ত চুক্তির শর্তগুলি পূরণ হয় কি না, সেটাই দেখার।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
প্রায় ছ’সপ্তাহ ধরে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে প্রথম পর্বে ছ’সপ্তাহ মেয়াদের এই যুদ্ধবিরতি শেষ হতে চলেছে চলতি সপ্তাহে। যুদ্ধবিরতি বহাল রাখতে যুযুধান দু’পক্ষ রাজি হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে মিশরের মধ্যস্থতায় এতে সম্মত হয় দু’পক্ষ। মঙ্গলবার হামাসের তরফে বিষয়টি স্বীকার করা হয়েছে।