চাষীদের জন্য সুখবর, সরকার দেবে টাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ডিভিসির জল ছাড়া ও অকাল বর্ষণের ফলে আলু চাষিদের (Potato farming) মাথায় হাত পড়েছিলো।কারণ অসংখ্য কৃষকদের চাষযোগ্য জমি এই দুটি কারণে ক্ষতিগ্রস্ত হয়। সারা বছর পরিশ্রম করে চাষ করার পর ফসল ওঠার মুখে ডিভিসির জল ছাড়া ও অকাল বর্ষণের ফলে রীতিমতো চিন্তায় পড়ে যান তারা, বিস্তীর্ণ অঞ্চলের চাষ ক্ষতিগ্রস্থ হয়,

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে জল জমা মাঠে নেমেই চাষীদের আলু তোলার চেষ্টা করতে হচ্ছে। তবে রাজ্যের মাননীয়া প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে এবার আলু চাষীদের মুখে হাসি ফুটলো।

একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানালেন ফসলের সহায়ক মূল্য বাড়িয়ে ন্যূনতম ৯০০ টাকা করা হয়েছে। যা শুনে রীতিমতো খুশি আলু চাষের (Potato farming) সঙ্গে যুক্ত মানুষজন।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে না জানিয়েই জল ছেড়ে দিয়েছে ডিভিসি। মাননীয় মুখ্যমন্ত্রী আরও ঘোষনা করেন যে রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার একটি বিমা ফান্ড তৈরি করেছেন।

আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও

যে কারণে সহায়ক মূল্য বৃদ্ধি করে ৯০০ টাকা করা হয়েছে , যাতে কৃষকরা একটু হলেও সুবিধা পাবেন বলে মনে করেন মাননীয়া।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসির জল ছাড়ার ফলে হাওড়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলমগ্ন হয়ে যায় , বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়, তার সঙ্গে অকাল বর্ষণের ফলে আলু চাষের (Potato farming) ব্যাপক ক্ষতি হয়।

চাষীরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তখন মাননীয়া মুখ্যমন্ত্রী এক আশার আলো দেখালেন সহায়ক মূল্য বৃদ্ধি করে। এক‌ই সঙ্গে ক্ষতিগ্রস্থ আলু তিনি চাষীদের থেকে কিনে নেবেন বলে‌ও জানান। এতে একটু হলেও হাসি ফুটেছে চাষীদের মুখে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন