Bangla News Dunia, Pallab : প্রতারণার শিকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর কথা বলে তাঁর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ওডিশার ঘটনা। মঙ্গলবার ওডিশা পুলিশের সাইবার ক্রাইম দমন শাখা জানিয়েছে, প্রায় ১৪ লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গীতাঞ্জলি দাস। অভিযুক্তদের খোঁজ শুরু করে করেছে পুলিশ।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি গীতাঞ্জলির কাছে একটি ফোন আসে। ইডি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে অপরপ্রান্ত থেকে একজন বলে, ‘গীতাঞ্জলির অ্যাকাউন্টে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করেছে ইডি। সেজন্য তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে।’
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
এসব শুনে ভয় পেয়ে যান ওই মহিলা। তখন তাঁকে বলা হয়, ১৪ লক্ষ টাকা দিলে তাঁকে জামিনে ছাড়া হবে। প্রতারকদের কথামতো ওই টাকা একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন গীতাঞ্জলি। তারপর থেকে প্রতারকদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তখনই তিনি বুঝতে পারেন, তাঁকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
সোমবার বেরহামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা। পুলিশ সুপার সারাভান বিবেক জানিয়েছেন, তদন্ত চলছে। প্রতারকদের খোঁজ শুরু হয়েছে।