আধার নাম্বার ব্যবহার না করেই সব কাজ হবে, এখনই ভার্চুয়াল আইডি বানিয়ে নিন !

By Bangla News Dunia Dinesh

Published on:

aadhaar-card

Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ের প্রতিটি ভারতীয়ের কাছে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে ব্যাংক একাউন্ট খোলা, এমনকি সমস্ত সরকারি সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড অত্যাবশ্যক একটি ডকুমেন্ট। তবে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট এবং রেশন কার্ড সংযুক্ত থাকায় এখন প্রতারণার ঘটনা সামনে আসছে। 

সেই কারণে অনেকেই তাদের আধার নাম্বার দিতে অসন্তোষ সুখ প্রকাশ করছে। তাহলে কি আপনার গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে? একদমই না। কারণ আধার নম্বর না দিয়েও এখন আপনি সরাসরি সরকারি কাজ সেরে ফেলতে পারবেন। আর তার জন্য দরকার শুধুমাত্র একটি ভার্চুয়াল আধার আইডি।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

কী এই ভার্চুয়াল আইডি?

ভার্চুয়াল আধার আইডি হল ১৬ সংখ্যার একটি ইউনিক নাম্বার, যা আপনার আসল আধার নাম্বারের বিকল্প হিসেবে কাজ করবে। এটি ব্যবহার করে আপনি পরিচয়পত্র যাচাই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাজ করতে পারবেন। অথচ এতে আপনার মূল আধার নাম্বার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। এই আইডির সাহায্যে আপনার আসল আধার নম্বর শনাক্ত করা যাবে না। তাই গোপনীয়তাও বজায় থাকবে।

কোন কাজে ব্যবহার করা যাবে?

আধারের এই ভার্চুয়াল আইডির মাধ্যমে আপনি বিভিন্ন কাজ সারতে করতে পারবেন। যেমন- 

  • ব্যাংক একাউন্ট খুলতে পারবেন,
  • বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন, 
  • ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন,
  • আদার পিভিসি কার্ড বা ই-আধার খুব সহজেই ডাউনলোড করতে পারবেন, 
  • পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, 
  • এমনকি বীমা পলিসিও কিনতে পারবেন। 

আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও

কীভাবে তৈরি করবেন ভার্চুয়াল আইডি?

ভার্চুয়াল আইডি তৈরি করার জন্য আপনাকে অতিরিক্ত কোন টাকা খরচ করতে হবে না। আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই তৈরি করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর সেখানে আপনার ভাষা নির্বাচন করুন।
  • ওয়েবসাইটের নিচের দিকে থাকা “ভার্চুয়াল আইডি জেনারেটর” অপশনে ক্লিক করুন। 
  • এরপর আপনার আধার নাম্বার এবং ক্যাপচা করতে লিখুন।
  • এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আসা OTP প্রবেশ করান।
  • OTP যাচাই হয়ে গেলে স্ক্রিনে আপনার ভার্চুয়াল আইডি দেখতে পাবেন। একই সঙ্গে এই নাম্বারটি আপনার রেজিস্টার্ড মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন