Bangla News Dunia, Pallab : বিহারের মন্ত্রিসভার (Bihar Cabinet) সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। বুধবার নীতীশের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন আরও ৭ মন্ত্রী। কিন্তু এই ৭ জনের মধ্যে নীতীশের দল জেডিইউর (JDU) কেউ নেই। সকলেই জোট শরিক বিজেপির (BJP) বলে জানা গিয়েছে।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
আরও সাত মন্ত্রীর যোগ দেওয়ার ফলে বিহারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। এদিন বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এতদিন নীতীশের মন্ত্রিসভায় ৩০ জন ছিলেন। যার মধ্যে বিজেপির ১৫, জেডিইউ-এর ১৩, হিন্দুস্তানি আওয়ামি মোর্চা-এর ১ এবং একজন ছিলেন নির্দল সদস্য। তবে বুধবার দুপুরে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন বিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল। তিনি জানান, দলের নিয়ম মেনে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি পালন করতেই এই সিদ্ধান্ত তাঁর। দিলীপের দায়িত্বে ছিল রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তর। এরপরই বিকেলে শপথ নেন বিজেপির ৭ জন। যারা এদিন শপথ নিলেন সেই তালিকায় রয়েছেন, জীবেশ কুমার, সঞ্জয় সরাওগি, রাজু কুমার সিং, কৃষ্ণ কুমার মান্টু, বিজয় কুমার মণ্ডল, সুনীল কুমার এবং মতিলাল প্রসাদ।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
প্রসঙ্গত, সব ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বরে বিহারে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগে মন্ত্রিসভার এই সম্প্রসারণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নীতীশের দলের মাধ্যমে বিহারে যে ক্ষমতা ধরে রাখতে চায় এনডিএ, তা কারোর অজানা নয়। ফলে এনডিএ ফের ক্ষমতায় এলে বিজেপি মুখ্যমন্ত্রিত্ব দাবি করবে বলে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে।