Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের বিভিন্ন প্রান্তেই এখন বোর্ডের পরীক্ষা চলছে। দশম এবং দ্বাদশ, ২ বোর্ডেরই পরীক্ষা চলছে পুরোদমে। ছাত্রছাত্রীদেরও বোর্ডের পরীক্ষার জন্য নাওয়াখাওয়া ভোলার অবস্থা। চিন্তায় অভিভাবকরাও।
বোর্ড পরীক্ষা দিচ্ছিল এক ছাত্রী। ইংরাজি পরীক্ষার দিন সে বাড়ি থেকে বার হয় পরীক্ষা দিতে। বাড়ির সকলেই জানতেন মেয়ে পরীক্ষা দিতে গেছে।
কিন্তু ওই ছাত্রী যখন বাড়ি ফেরে তখন তাকে দেখে হতভম্ব হয়ে যান সকলে। দিতে গিয়েছিল পরীক্ষা। ফিরল মাথায় সিঁদুর পরে! এ কি কাণ্ড! কি হয়েছিল ওই ছাত্রীর সঙ্গে।
আরও পড়ুন:- জালিয়াতি এড়াতে কিভাবে সুরক্ষিত রাখবেন আধার ? বিস্তারিত জেনে নিন
ওই ছাত্রী বাড়ি থেকে পরীক্ষা দিতে বার হয় ঠিকই, কিন্তু মাঝপথে অপেক্ষায় ছিলেন তার প্রেমিক। সেই তরুণ সঙ্গে করে এনেছিলেন সিঁদুর কৌটো। মাঝরাস্তায় ওই ছাত্রীকে দাঁড় করান তিনি। তারপর ছাত্রীর মাথায় সঙ্গে আনা সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে পরিয়ে দেন।
ওই ছাত্রীর যে তাতে কোনও আপত্তি ছিলনা তা ওই তরুণের সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছবি থেকেই স্পষ্ট। যেখানে ওই ছাত্রী নিজের সিঁথি ঠিক করে দেয় যাতে ওই তরুণ সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে পারেন।
পরীক্ষা ফেলে ওই ছাত্রীর কাছে বিয়েটা হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। ঘটনাটি ঘটেছে বিহারে। অনেক বাড়িতে পরীক্ষায় ভাল না করতে পারলে মেয়েকে জানিয়ে দেয় বিয়ে দিয়ে দেওয়া হবে।
অনেকের মতে, এমনও হতে পারে পরীক্ষা ভাল হবেনা জেনে ওই ছাত্রী এভাবে মাঝরাস্তায় বিয়ে করাকে সঠিক বলে মনে করে। তবে এই ঘটনায় হতভম্ব সকলেই।