তৃণমূলের কনভেনশনে শুধুই ‘মমতা’ ! নেই ‘ভাইপো’র ছাপা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আজ তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনশন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে গুরুত্বপূর্ণ এই সভার আয়োজন করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভার প্রস্তুতি শেষ, স্টেডিয়াম সেজে উঠেছে ৷ তবে, একটি বিষয় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা ৷ মূল মঞ্চে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বা নাম কোথাও নেই।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

এই প্রথমবার নয়, এর আগেও দলের বড় বড় সভায় কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই দেখা গিয়েছে। 2023 সালের ইনডোর সমাবেশে এবং 2024 সালের 21 জুলাইয়ের মঞ্চেও একমাত্র মমতার ছবি ছিল। এবারের কনভেনশনেও সেই একই ধারা বজায় থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও

একের পর এক ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেই চাপানউতোর লক্ষ্য করা গিয়েছে। বছরের শুরুতেই ‘ক্যালেন্ডার বিতর্ক’ দেখা গিয়েছিল।

এই সমস্ত ঘটনার পরেই 2025 সালের প্রথম এত বড় রাজনৈতিক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বা নাম না-থাকায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, দলে কি অভিষেকের অবস্থান বদলাচ্ছে ? নাকি, এই সিদ্ধান্ত শুধু সাংগঠনিক কৌশলের অংশ ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন