মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠল এই রাজ্য, রিখটার স্কেলে মাত্রা 5

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

earthquake

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাত তখন 2.25, কেঁপে উঠল বাংলার প্রতিবেশী রাজ্য অসম ৷ বুধবার রাতে ভূমিকম্পে রিখটার স্কেলে মাত্রা ছিল 5.0 ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গভীর রাতে হওয়া ভূকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলা ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল 16 কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।

গত 10 দিনে দেশের পাঁচটি জায়গা কেঁপে উঠল ভূমিকম্পে ৷ 25 ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠেছিল বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল ৷ রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 5.1 ৷ গত মঙ্গলবার ভোরে কম্পন অনুভূত হয় কলকাতা, বাংলাদেশ ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে ৷

আরও পড়ুন:- পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক, জানুন কোন জালিয়াতি সামনে এলো

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন