Bangla News Dunia, Pallab : আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে (Weather Update)। এদিকে এরই মাঝে উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা। এমনকি দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার অবধি টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। সেই সঙ্গে শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও। আগামী সোমবার থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। আগামী দু’দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও হেরফেরের কোনও সম্ভাবনা নেই। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি চড়তে পারে পারদ।