Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ শুরু হতে আর কয়েকটি দিনের অপেক্ষা মাত্র। এই বছর যে সমস্ত ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তারা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আজকের এই প্রতিবেদনে উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন দেওয়া হল। কোন প্রশ্ন এই বছরের পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে, তারই একটা নমুনা দিয়ে দেওয়া হলো প্রতিবেদনের মাধ্যমে।
উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন গুরুত্বপূর্ণ সাজেশন
আপনি যদি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। জীব বিদ্যার উপর যে সমস্ত প্রশ্ন গুলি এই বছরের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই গুলি শেষ মুহূর্তের প্রস্তুতিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যেতেই পারে। উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন জেনে নেওয়ার মাধ্যমে আপনারা খুবই
HS Biology Suggestion 2025 for Students
জীবের জনন
১) জীবের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অযৌন প্রজনন কতটা ব্যাপক?
২) খামিরে বুডিং কী?
৩) অ্যামিবায় বাইনারি ফিশন কী?
৪) প্রোটিস্ট এবং মনেরানে জীব বা পিতা মাতা কোষ মাইটোসিস দ্বারা দুই ভাগে বিভক্ত হয়ে নতুন ব্যক্তির জন্ম দেয় কীভাবে?
উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন দরকারি প্রশ্ন
৫) জীবের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অযৌন প্রজনন কীভাবে হয়?
৬) অযৌন প্রজনন সাধারণত কোনও এককোষী জীব, এবং অপেক্ষাকৃত সহজ সংস্থার সাথে উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে হয় কীভাবে?
৭) মেনার্ক ও মেনোপজের মধ্যে দু’টি পার্থক্য লেখো।
৮) পুরুষ ও স্ত্রী বন্ধ্যাত্বের একটি করে কারণ লেখো।
৯) বহুভূণতা বা পলিএম্বয়নী কী? এর গুরুত্ব কী?
১০) অ্যামনিওসিনসেসিস (Amniocentesis) কী?
১১) পার্থক্য লেখো : আইসোগ্যামি ও উগ্যামি।
১২) অপুংজনি কাকে বলে? উদাহরণ দাও।
১৩) চ্যালাজোগামি ও পোরোগ্যামি কী?
১৪) স্ত্রী স্তবক বা গর্ভকেশরের বিভিন্ন অংশের নাম লেখো।।
১৫) উগ্যামি কী? এটি কোথায় দেখা যায়?
১৬) গুপ্তবীজী উদ্ভিদের নিষেক পরবর্তী ঘটনা গুলি উল্লেখ করো।
আরও পড়ুন:- জন বার্লা-সহ বাংলার 32 বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রের, রইলো তালিকা
HS Biology Suggestion 2025 PDF
১৭) লেডিগ এর আন্তরকোশ কোথায় থাকে? এর কাজ কী ?
১৮) সিনগ্যামি কাকে বলে? বিভিন্ন প্রকার সিনগ্যামির সংজ্ঞা ও উদাহরণ দাও।
১৯) স্পার্মাটোজেনেসিস কাকে বলে? এই পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। এটি কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
২০) স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ উদ্ভিদের ফুলের বৈশিষ্ট্য উল্লেখ করো।
২১) নিম্নলিখিত হরমোন গুলির দু’টি করে কাজ লেখো : ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন
২২) STD কী? উদাহরণ দাও।
২৩) HIV এর সংক্রমণ পদ্ধতি বা AIDS রোগের সংক্রমণের পদ্ধতি উল্লেখ করো।
২৪) ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রলা দশার 4টি পার্থক্য লেখো।
২৫) জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করো।
২৬) যৌন জননের তিনটি গুরুত্ব লেখো।
২৭) পরাগযোগের বাহকের প্রকার গুলি সংক্ষেপে আলোচনা করো।
২৮) নিষেক কী? এটি কোথায় সম্পন্ন হয়? নিষেক পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।
২৯) রোপণ কী? এটি কোথায় সম্পন্ন হয়? রোপণের পদ্ধতি সংক্ষেপে লেখো।
৩০) উজেনেসিস কাকে বলে? এর পদ্ধতি সংক্ষেপে লেখো। এই পদ্ধতি কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রণ হয়?
৩৪) কৃত্রিম অঙ্গজ জনন কাকে বলে? কৃত্রিম অঙ্গজ জননের দুটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।
৩৫) শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো।
৩৬) রজঃচক্র কী? এর বিভিন্ন দশার নাম লেখো, এটি কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা আলোচনা করো।
৩৭) দ্বিনিষেক কাকে বলে? এটি কোথায় সম্পন্ন হয়?
উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন ২০২৫ কমন প্রশ্ন
বংশগতি ও অভিব্যাক্তি
১) Sewell Wright effect কী ?
২) কোয়াসারভেট কী?
৩) মিলার ও উরের পরীক্ষায় দু’টি ব্যবহূত এবং দুটি উৎপাদিত যৌগের নাম লেখো।
৪) জিন প্রবাহ কাকে বলে?
উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন PDF ডাউনলোড
৫) সম সংথ অঙ্গা কাকে বলে? উদাহরণ দাও।
৬) জেনেটিক ড্রিফট বলতে কী বোঝায়?
৭) অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও।
৮) হার্ডি-উইনবার্গ ইকুইলি ব্রিয়র্ম -কে প্রভাবিত করে এরূপ চারটি শর্ত উল্লেখ করো।
৯) অভিযোজনগত বিকিরণ বলতে কী বোঝায়? একটি উদাহরণ দাও।
১০) SRY’ জিন কী?
১১) অ্যালিল কী?
১২) লিঙ্গ সংযোজিত জিন কাকে বলে? উদাহরণ দাও।
১৩) ব্যাক ক্রস ও টেস্ট ক্রস কাকে বলে?
১৪) হিউম্যান জিনোম প্রোজেক্টের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো।
১৫) প্রজাতির সংজ্ঞা দাও।
১৬) DNA এবং RNA -র তিনটি পার্থক্য লেখো।
১৭) চারগাফের বেস ইকুইভ্যালেন্স বলতে কী বোঝায়?
১৮) বহু জিন অ্যালিল বা মাল্টিপল অ্যালিলিজম কী?
১৯) কেন্দ্রীয় মতবাদ কী ?
২০) নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড কী ?
২১) সহপ্রকটতা কী? উদাহরণ দাও।।
২২) মডার্ন সিন্থেটিক থিয়োরি বলতে কী বোঝায়?
২৩) হট ডাইলুট সপ কী?
২৪) ওপেরন নকশা কী ? ওপেরনে উপস্থিত বিভিন্ন প্রকার জিনের কাজ লেখো।
২৫) ক্রোমোজোমের গঠন সংক্রান্ত নিউক্লিওজোম-সেলিনয়েড মডেলটি সংক্ষেপে আলোচনা করো।
২৬) লিংকেজ কী ? সম্পূর্ণ ও অসম্পূর্ণ লিংকেজ সংক্ষেপে আলোচনা করা এবং এর দু’টি পার্থক্য লেখো।
২৭) প্রাকৃতিক নির্বাচনের প্রকার গুলি সংক্ষেপে আলোচনা করো।
উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন পরীক্ষার প্রস্তুতি
২৮) জেনেটিক কোডের ধর্ম বা বৈশিষ্ট্য গুলি লেখো।
২৯) মানুষের বিবর্তনের ধারা সংক্ষেপে আলোচনা করো।
৩০) মানুষের বিবর্তন পদ্ধতিটি শব্দ চিত্রের সাহায্যে বা রেখা চিত্রের সাহায্যে বর্ণনা করো।
৩১) জীবনের উৎপত্তি সম্পর্কিত ওপারিন ও হলডেনের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো।
৩২) মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো।
৩৩) জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন কাকে বলে? এর প্রকার গুলি সংক্ষেপে আলোচনা করো।
৩৪) পলিপ্লয়ডি কাকে বলে? এর দু’টি গুরুত্ব লেখো।
৩৫) DNA এর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো।
আরও পড়ুন:- জালিয়াতি এড়াতে কিভাবে সুরক্ষিত রাখবেন আধার ? বিস্তারিত জেনে নিন
HS উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন
৩৬) ক্লাইনফেল্টার সিনড্রোম বলতে কী বোঝায়? এর লক্ষণ উল্লেখ করো?
৩৭) DNA ফিংগারপ্রিন্টিং গুরুত্ব বা তাৎপর্য লেখো।
৩৮) DNA প্রতিলিপিকরণ কী? এই পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো।
৩৯) মানুষ এবং এপের পার্থক্য লেখো৷
৪০) ক্রোম্যাগনন মানুষের বৈশিষ্ট্য লেখো
৪১) DNA ফিংগার প্রিন্টিং কাকে বলে? এর মূলনীতি সংক্ষেপে লেখো।
৪২) মেন্ডেলের সফলতার কারণ কী? মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য কেন মটরগাছ বেছে নেন?
৪৩) জিন কাকে বলে? এটি অন্য কী নামে পরিচিত? এর কাজ কী?
৪৪) মানুষের দুটি মেন্ডেলীয় গোলযোগ।
৪৫) ক্রোমোজোমগত গোলযোগের নাম উল্লেখ করো।
৪৬) ডাউন সিন্ড্রোম বা মঙ্গোলিজম কারণ ও লক্ষণ লেখো।
৪৭) থ্যালাসেমিয়া কী? এর কারণ কী?
৪৮) হিউম্যান জিনোম প্রজেক্ট বলতে কী বোঝায়? HGP-এর উদ্দেশ্য লেখো।।
৪৯) হিউম্যান জিনোম প্রজেক্টের বৈশিষ্ট্য ও প্রয়োগ লেখো।
৫০) ট্রান্সলেশন প্রক্রিয়াটির বিভিন্ন দশা সংক্ষেপে আলোচনা করো।
জীববিজ্ঞান ও মানবকল্যাণ
১) জীবাণু ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরি করা
২) জৈব বর্জ্য ভেঙে নিষ্কাশনে জীবাণুর ভূমিকা
৩) মানবকল্যাণে জীবাণুর ব্যবহার
৪) মানুষের কল্যাণের লক্ষ্যে জৈবিক ঘটনা ও মানুষের বৈজ্ঞানিক অধ্যয়ন
৫) মানবকল্যাণে জীববিজ্ঞানের বিষয় সম্পর্কে জানা যাক
৬) AIDS কারণ এবং সংক্রমণের পদ্ধতি লেখো।
৭) ক্যানসার কোশ বা ম্যালিগন্যান্ট কোশের বৈশিষ্ট্য আলোচনা করো।
৮) পতঙ্গ পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ সংক্ষেপে আলোচনা করো।
উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন HS পরীক্ষার জন্য
৯) বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা উল্লেখ করো অথবা বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণের পদ্ধতি সংক্ষেপে লেখো।
১০) সোমাটিক হাইব্রিডাইজেশন কী? এর সুবিধা উল্লেখ করো।
১১) মধুর উপাদান ও ব্যবহার উল্লেখ করো।
উচ্চমাধ্যমিক বায়োলজি সাজেশন ২০২৫
১২) মুখ্য এবং গৌণ পোষক কাকে বলে? প্লাসমোডিয়ামের মুখ্য এবং গৌণ পোষকের নাম লেখো।
১৩) মাইক্রোপ্রোপাগ্যাশন কাকে বলে? এর দুটি সুবিধা লেখো।
১৪) মাইকোরাইজা কী? জৈব সার হিসাবে মাইকোরাইজা বা ছত্রাকের ভূমিকা উল্লেখ করো।