Bangla News Dunia, Pallab : বুধবার শেষ হল কুম্ভমেলা (Kumbh Mela 2025)। ৪৫ দিন ধরে চলা এই মেলা নিয়ে কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন, ‘একতার মহাযজ্ঞ পরিচালনার জন্য ধন্যবাদ জানালেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে (Yogi)। একই সঙ্গে ক্ষমা চাইছি গঙ্গা, যমুনা, সরস্বতী এবং সাধারণ মানুষের কাছে।’
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে (X-Handle) প্রধানমন্ত্রী (PM Narendra Modi) মহাকুম্ভ নিয়ে লেখেন, ‘আমি জানি, এমন বিরাট অনুষ্ঠান আয়োজন করা মোটেই সহজ নয়। মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর কাছে প্রার্থনা করি, আমাদের উপাসনায় যদি কিছু ত্রুটি থেকে যায় তাহলে তাঁরা আমাদের ক্ষমা করুন। পুণ্যার্থীরাও আমার কাছে ভগবান। তাঁদের সেবায় যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে আমি তাঁদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। উত্তরপ্রদেশের সাংসদ হিসাবে বলতে পারি, যোগীজির নেতৃত্বে সরকার, প্রশাসন এবং সাধারণ মানুষ একসঙ্গে মিলে এই মহাকুম্ভকে সফল করে তুলেছে। নতুন প্রজন্ম যেভাবে মহাকুম্ভে অংশ নিয়েছেন, সেই দেখে আমি অভিভূত।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
পাশাপাশি, কুম্ভের স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে তিনি আরও লেখেন, ‘আমি ওই ছবিগুলি ভুলতে পারছি না, ডুব দেওয়ার পর যে মুখগুলির মধ্যে অনাবিল আনন্দ আর পরিতৃপ্তি দেখেছি।’