Bangla News Dunia, Pallab : রাজ্যের লোকসভা আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) নিয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (M K Stalin) অভিযোগ উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। ডিএমকে সভাপতি অভিযোগ করেছিলেন, তামিলনাডুতে যদি ডিলিমিটেশন হয় তাহলে অন্তত ৮টি আসন খোয়াবে রাজ্য। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়ে শা দাবি করেছেন, ডিলিমিটেশনের ফলে তামিলনাডু একটিও আসন খোয়াবে না। বুধবার কোয়েম্বাটোরে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন, ডিলিমিটেশনের পর দক্ষিণের রাজ্যগুলির আসনসংখ্যা কমবে না। এই ব্যাপারে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তা অমূলক।’
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
আগামী বছর তামিলনাডুর আসন পুনর্বিন্যাস হতে পারে। বিষয়টি নিয়ে ৫ মার্চ একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। তিনি এও জানিয়েছেন, রাজ্য সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হলেও সংসদে তামিলনাডুর প্রতিনিধির সংখ্যা কমানোর চেষ্টা হচ্ছে। বর্তমানে তামিলনাডুর লোকসভায় আসনসংখ্যা ৩৯। দক্ষিণের রাজ্যগুলির ঘাড়ের ওপর খাঁড়া ঝুলছে বলেও জানিয়েছিলেন স্ট্যালিন। দ্রাবিড়ভূমের জাত্যাভিমানের সঙ্গে তিনি যে কোনওপ্রকার আপস করবেন না সেকথাও সাফ জানিয়ে দিয়েছেন। যদিও বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই তাঁর সমালোচনা করে বলেছেন, মুখ্যমন্ত্রী অহেতুক আতঙ্ক ছড়াচ্ছেন। ডিলিমিটেশনের প্রশ্নে স্ট্যালিনের অবস্থানকে সমর্থন করেছেন তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী কেটি রামা রাও।