Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রতিষ্ঠানের 175 বছরে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে কাজ শুরু করল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) ৷ ভূ-বৈজ্ঞানিক গবেষণা, খনিজ অনুসন্ধান-সহ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা এবং তার প্রতিকার বিষয়ে নানা গবেষণা শুরু করেছে ৷
আফ্রিকার সোমালিয়ার পর এবার জাম্বিয়াতে এই কাজ শুরু করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশক অসিত সাহা ৷ তিনি বলেন, “মূলত আফ্রিকান দেশগুলিতে প্রাথমিকভাবে কাজ শুরু করা হয়েছে ৷ সোমালিয়াতে আগেই কাজ শুরু করা হয়েছিল ৷ এবার জাম্বিয়াতে খুব শীঘ্রই আমাদের কাজ শুরু করা হবে ৷”
আরও পড়ুন:- বার্ড ফ্লু হতে পারে আপনার বাড়ির পোষা প্রাণীদেরও, জানুন কীভাবে বাঁচবেন?
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
বিদেশের মাটিতে খোঁজখবর নেওয়ার পাশাপাশি এদেশেও যে একাধিক প্রজেক্ট চলছে, তারও উল্লেখ করেন প্রতিষ্ঠানের নির্দেশক ৷ চলতি মাসেই আন্দামানে ন্যাচারাল হাইড্রোজেন গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে বলেও তিনি জানান ৷ সে বিষয়ে আরও গবেষণা এবং কাজের জন্য প্রতিষ্ঠানের 50-60 জন গবেষক দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন ৷
একইভাবে বঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও বিভিন্ন খনিজের সন্ধানে এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা কারণ জানতে কাজ চলছে ৷ নির্দেশকের অসিত সাহার কথায়, “মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বিভিন্ন খনিজের সন্ধানে কাজ চলছে ৷ পানীয় জলে আর্সেনিকের সন্ধান এবং তার কারণ ও প্রতিকার বিষয়েও নদিয়ার বিভিন্ন এলাকায় কাজ হচ্ছে ৷ মেদিনীপুরে সোনা এবং অন্যান্য খনিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ নদিয়া ও মুর্শিদাবাদের নদী ভাঙন এবং আর্সেনিক পাওয়ার কারণ কী, সে বিষয়ে জানতে গবেষণা চলছে ৷ সব মিলিয়ে জিএসআই-এর আড়াই থেকে তিন হাজার গবেষক বিজ্ঞানী নানান জায়গায় কাজ করছেন ৷”
সম্প্রতি খনি মন্ত্রক ‘ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন’ চালু করেছে ৷ এর সঙ্গে জিএসআই নানান খনিজ অনুসন্ধানের উপর জোরদার জোর দিয়েছে ৷ 2024-25 এবং 2030-31 অর্থবর্ষের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধানের জন্য 1 হাজার 200টি প্রকল্পের পরিকল্পনা নিয়েছে ৷
আরও পড়ুন:- গ্রাহকদের 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। কিভাবে সহজে আবেদন করবেন,
আরও পড়ুন:- জালিয়াতি এড়াতে কিভাবে সুরক্ষিত রাখবেন আধার ? বিস্তারিত জেনে নিন