GSI-এর 175 তম জন্মবার্ষিকীতে আগামীদিনে কি কি পরিকল্পনা রয়েছে , জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রতিষ্ঠানের 175 বছরে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে কাজ শুরু করল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) ৷ ভূ-বৈজ্ঞানিক গবেষণা, খনিজ অনুসন্ধান-সহ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা এবং তার প্রতিকার বিষয়ে নানা গবেষণা শুরু করেছে ৷

আফ্রিকার সোমালিয়ার পর এবার জাম্বিয়াতে এই কাজ শুরু করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশক অসিত সাহা ৷ তিনি বলেন, “মূলত আফ্রিকান দেশগুলিতে প্রাথমিকভাবে কাজ শুরু করা হয়েছে ৷ সোমালিয়াতে আগেই কাজ শুরু করা হয়েছিল ৷ এবার জাম্বিয়াতে খুব শীঘ্রই আমাদের কাজ শুরু করা হবে ৷”

আরও পড়ুন:- বার্ড ফ্লু হতে পারে আপনার বাড়ির পোষা প্রাণীদেরও, জানুন কীভাবে বাঁচবেন?

Geological Survey of India

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

 

বিদেশের মাটিতে খোঁজখবর নেওয়ার পাশাপাশি এদেশেও যে একাধিক প্রজেক্ট চলছে, তারও উল্লেখ করেন প্রতিষ্ঠানের নির্দেশক ৷ চলতি মাসেই আন্দামানে ন্যাচারাল হাইড্রোজেন গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে বলেও তিনি জানান ৷ সে বিষয়ে আরও গবেষণা এবং কাজের জন্য প্রতিষ্ঠানের 50-60 জন গবেষক দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন ৷

একইভাবে বঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও বিভিন্ন খনিজের সন্ধানে এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা কারণ জানতে কাজ চলছে ৷ নির্দেশকের অসিত সাহার কথায়, “মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বিভিন্ন খনিজের সন্ধানে কাজ চলছে ৷ পানীয় জলে আর্সেনিকের সন্ধান এবং তার কারণ ও প্রতিকার বিষয়েও নদিয়ার বিভিন্ন এলাকায় কাজ হচ্ছে ৷ মেদিনীপুরে সোনা এবং অন্যান্য খনিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ নদিয়া ও মুর্শিদাবাদের নদী ভাঙন এবং আর্সেনিক পাওয়ার কারণ কী, সে বিষয়ে জানতে গবেষণা চলছে ৷ সব মিলিয়ে জিএসআই-এর আড়াই থেকে তিন হাজার গবেষক বিজ্ঞানী নানান জায়গায় কাজ করছেন ৷”

সম্প্রতি খনি মন্ত্রক ‘ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন’ চালু করেছে ৷ এর সঙ্গে জিএসআই নানান খনিজ অনুসন্ধানের উপর জোরদার জোর দিয়েছে ৷ 2024-25 এবং 2030-31 অর্থবর্ষের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধানের জন্য 1 হাজার 200টি প্রকল্পের পরিকল্পনা নিয়েছে ৷

আরও পড়ুন:- গ্রাহকদের 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। কিভাবে সহজে আবেদন করবেন,

আরও পড়ুন:-  জালিয়াতি এড়াতে কিভাবে সুরক্ষিত রাখবেন আধার ? বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন