অনুব্রত-বাবু দাসের গোষ্ঠীদ্বন্দ্বে গ্রাম পুরুষশূন্য হতেই মহিলাদের গ্রেপ্তার, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বীরভূমে ফের প্রকাশ্যে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্বের অভিযোগ। জেলায় ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রতর মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। এদিকে, এই ঘটনায় পুরুষ শূন‍্য গ্রামে ১১ জন মহিলাকেই আটক করল পুলিশ। গ্রামবাসীদের একাংশের দাবি, অভিযুক্তদের ধরতে বাড়ি-বাড়ি দরজায় লাথি মেরে তল্লাশি চালিয়েছে পুলিশ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিনপাড়া গ্রাম। অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক ধরেই অশান্তি চলছিল বাবু দাস গোষ্ঠীর লোকজনদের। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে বোলপুরে তৃণমূল কার্যালয়ে যাওয়ার কারণেই এই অশান্তির সূত্রপাত। বৃহস্পতিবার সকাল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়। দুই পক্ষের তরফেই একে অপরকে লক্ষ্য করে ইট-বৃষ্টি করা হয়, ভাঙচুর চালানো হয় ও মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন:- IDBI ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসার খবর শুনেই পুরুষরা গ্রাম থেকে পালায়। কিন্তু গ্রামে অশান্তি ছড়ানোর অভিযোগে দুই পক্ষেরই বারো জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

একদিকে বাবু দাস শিবিরের TMC কর্মীদের দাবি, অনুব্রত মণ্ডলের অনুগামীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে কেষ্ট অনুগামী পাল্টা বাবু দাস শিবিরের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার দিন সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা। গ্রামে কার্যত আতঙ্কের পরিবেশ। অন্যদিকে ইট বৃষ্টি হওয়ার সময় গ্রামেরই এক সিভিক ভলেন্টিয়ার ইটের আঘাতে জখম হন।

আরও পড়ুন:- এবার UPI-এর মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে, কিভাবে ? জেনে নিন

আরও পড়ুন:- ফিলটার করা জল পানে রয়েছে মারণ রোগের আশঙ্কা, জানুন বিস্তারিত

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন