উচ্চমাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন। গুরুত্বপূর্ণ প্রশ্ন ও পরীক্ষায় সফলতার গ্যারান্টি।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য আজকে ফের উচ্চমাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন ২০২৫ নিয়ে হাজির হলাম যাতে সকলের পরীক্ষা দিতে কোন সমস্যা না হয়ে এবং চিন্তা মুক্ত হয়ে সকলে পড়াশোনা করতে পারবে। যে সমস্ত পড়ুয়া উচ্চ মাধ্যমিকে কম্পিউটার অ্যাপ্লিকেশন (MCA Suggestion 2025) বিষয় নিয়েছেন, তাদের জন্য রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার নিয়ে আজকের এই প্রতিবেদন।

উচ্চমাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন ২০২৫

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর কিছু দিনের অপেক্ষা। ছাত্র ছাত্রীদের মধ্যে ইতিমধ্যে চাপা উৎকণ্ঠা কাজ করতে শুরু করে দিয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যারা পড়াশুনা করেছেন, কি কি প্রশ্ন এই বছরের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই রকম কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক একনজরে। এই সাজেশন সিরিজের মাধ্যমে আমরা একটু চেষ্টা করছি যে পড়ুয়াদের যাতে কিছুটা হলেও সুবিধা হয়।

উচ্চমাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন কমন প্রশ্ন

১) একটি অর্ধেক সংযোজনকারী এবং অর্ধেক সাবস্ট্রাক্টর সার্কিট টুথ টেবিল লজিক এক্সপ্রেশন লজিক চিত্র সমীকরণ সহ ব্যাখ্যা কর।
২) 3X8 ডিকোডার টুথ টেবিল, লজিক ডায়াডা অংকন কর।
৩) অটো নাটা ডাটা টাইপের কাজ লেখ।
৪) লুক আপ উইজার্ড এর কাজলিপি।

আরও পড়ুন:- এবার UPI-এর মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে, কিভাবে ? জেনে নিন

 

 

উচ্চমাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন গুরুত্বপূর্ণ প্রশ্ন

৫) কোয়েরি তৈরির সুবিধা,কাজ,সংঙ্গা লেখ।
৬) টেক্সট এবং মিমো কি?
৭) টেবিলের মধ্যে কত রকম সম্পর্ক তৈরি করা যায়?
৮) একটি ব্ল্যাঙ্ক ডাটাস তৈরি করার সময় ডিফল্টরূপে কোন রিবনটি দেখতে পাওয়া যায়?

৯) কোন ছবি, তারিখ $5 কে সঞ্চয় করার জন্য কোন ডাটা টাইপ ব্যবহার করা হয়?
১০) টিকা লেখ :- এক্সটেনশন, নেটওয়ার্কিং, ইমেল।
১১) একটি বিল্ডিং এর মধ্যে কি ধরনের নেটওয়ার্ক গঠন করা হয়?
১২) বিট রেট কি?

HS Computer Application Suggestion 2025

১৩) NIC কি?
১৪) কোন প্রান্তে এন ব্যবহার করা হয়?
১৫) ভূসমলয় উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে কত দূরত্ব স্থাপন করে?
১৬) MS Access এ টেবিল কাকে বলে?

উচ্চমাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন কমন পড়ার গ্যারান্টি!

আরও পড়ুন:- ফিলটার করা জল পানে রয়েছে মারণ রোগের আশঙ্কা, জানুন বিস্তারিত

১৭) Quaries কাকে বলে?
১৮) ফর্ম কাকে বলে?
১৯) রিপোর্ট কাকে বলে?
২০) ডিজাইন ভিউ বলতে কী বোঝ?

২১) Datasheet view ভিউ বলতে কী বোঝ?
২২) Data Sheet View এর সাহায্যে টেবিলে ডেটা ইনসার্ট করার পদ্ধতিটি লেখো।
২৩) দুটি টেবিলের মধ্যে সম্পর্ক গঠনের পদ্ধতিটি লেখো।

২৪) Query এর কাজ কী?
২৫) সিলেক্ট কোয়ারি এবং ক্রসট্যাব কোয়্যারির মধ্যে পার্থক্য লেখো।।
২৬) ফর্ম এবং রিপোর্টের মধ্যে পার্থক্য লেখো।

MS EXCEL
১) Worksheet কাকে বলে?
২) ওয়ার্ক বুক কাকে বলে?
৩) সেল কাকে বলে?
৪) নতুন ওয়ার্কবুক তৈরি করার পদ্ধতিটি লেখো।

৫) মাউসের বাটন ছাড়া একটি cel এ পৌঁছানোর পদ্ধতি লেখো।
৬) Cell Reference কাকে বলে ?
৭) Excel এ কত প্রকারের Cell Reference আছে?
৮) অ্যাবসলিউট সেল রেফারেন্স এবং রিলেটিভ সেল রেফারেন্সের মধ্যে পার্থক্য লেখো।

৯) MS Worksheet এ লেখা এডিট করার পদ্ধতি লেখো।
১০) ওয়ার্কশিটে Row Insert করার পদ্ধতিটি লেখো।
১১) ওয়ার্কবুকে নতুন ওয়ার্কশিট ইনসার্ট করার পদ্ধতিটি লেখো।
১২) DML কাকে বলে?

উচ্চমাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন PDF ডাউনলোড

১৩) ওয়ার্কশিটে রো লুকানোর করার পদ্ধটিটি লেখো।
১৪) ওয়ার্কশিটে Row Unhide করার পদ্ধতিটি লেখো।
১৫) ওয়ার্কশিটের কলামের Width পরিবর্তনের পদ্ধতিটি লেখো।
১৬) ওয়ার্কবুক view কাকে বলে ? Excel এ কী কী View আছে?

১৭) Excel এ Formula ব্যবহার করার পদ্ধতিটি লেখো।
১৮) Excel 9 Autosum-93 pts
১৯) Excel ব্যবহৃত বিভিন্ন প্রকারের Formula এবং তাদের কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
২০) Excel চার্ট কাকে বলে?
২১) Excel- ত রকমের চার্ট হয় এবং কী কী?

WB HS 2025 Computer Application Suggestion

২২) Excel এ PI Chart ইনসার্ট করার পদ্ধতিটি লেখো।
২৩) অটোফিল কাকে বলে?
২৪) পুনর্গণনা কী?
২৫) ফিল্টার কাকে বলে?

২৬) Excel ওয়ার্কশিটে প্রধান দুটি শ্রেণি কী কী?
২৭) গোল সিক কোথায় ব্যবহার করা হয়?
২৮) মাজ সেল বলতে কী বোঝ?
২৯) Excel এ ব্যবহৃত কয়েকটি ডেটা টাইপের নাম বলল।

আরও পড়ুন:- IDBI ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন