বাড়ি বসে Blogging থেকে টাকা আয় করতে চান তবে এই পদ্ধতি মেনে চলুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে প্রতিমাসে টাকা রোজগার করার জন্য ব্লগিং (Blogging) সেরা উপায়গুলির মধ্যে একটি। আপনি একজন ব্লগার হিসেবে নিজের ইনকামের স্রোত (Online Earning) তৈরি করতে পারেন। তবে তার আগে বিশেষ কিছু পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তবে ব্লগিং শুরু করার আগে কিছু পদ্ধতি জেনে রাখা ভালো। এতে আপনার ব্লগ গ্রো করবে, ট্রাফিক বাড়বে আর যে যে পথে আপনি রোজগার করতে পারবেন তার সম্পর্কে আপনার সাম্যক ধারণাও তৈরি হবে। তাই ব্লগিং থেকে ইনকাম করার সেরা ৬ উপায় সম্পর্কে জেনে নিন।

Top 6 Income Ways From Blogging

১) বিজ্ঞাপন থেকে আয়

বাড়ি বসে ব্লগিং করে টাকা রোজগার করার জন্য বিজ্ঞাপন নেটওয়ার্ক তৈরি করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় গুগল এডসেন্স, টাইরু, অ্যাফল, প্রোপেলার বিজ্ঞাপনের কথা। বিজ্ঞাপন নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার কাছে আয় আসতে থাকবে।

২) অ্যাফিলিয়েট মার্কেটিং

ব্লগ থেকে অর্থ উপার্জন করার আরো একটি ভালো পদ্ধতি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। যেখান থেকে আপনার প্যাসিভ ইনকাম তৈরি হবে। আপনার ব্র্যান্ড ও পরিষেবা সফলভাবে প্রচারের মাধ্যমে তা আরও মানুষের কাছে পৌঁছাবে। আর এখান থেকেই আপনার অর্থের আগমন ঘটবে।

আরও পড়ুন:- রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। নূন্যতম মাসিক বেতন 12,000 টাকা। বিস্তারিত দেখে নিন

৩) স্পনসর রিভিউ

আপনি আপনার ব্লগে স্পন্সার রিভিউ লিখে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এই পদ্ধতিতে আপনি সোশ্যাল মিডিয়ায় সেই স্পনসর এর পরিষেবা বা পণ্যের পর্যালোচনা ছড়িয়ে দিচ্ছেন, তার জনপ্রিয়তা বৃদ্ধি করছেন এভাবেই স্পন্সরদের থেকে সরাসরি টাকা পাবেন। এর জন্য আপনি দুটি ওয়েবসাইট দেখতে পারেন সেগুলি হল স্পনসর রিভিউ ও পে পার পোস্ট।

৪) পেইড নিউজলেটার

যদি আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর থাকেন, তাহলে আপনি ওয়েবসাইটে শুরু করতে পারেন পেইড নিউজলেটার। আপনি আপনার ভিজিটর দের পেইড নিউজ লেটার অফার করা শুরু করতে পারেন। আর সেখান থেকে এককালীন, মাসিক বা সাপ্তাহিক ফি নিতে পারেন।

৫) অনলাইন কোর্স

আপনার ওয়েবসাইটে বা ব্লগে যদি ভালো ট্র্যাফিক থাকে, তবে সেখানে আপনি অনলাইন কোর্স অফার করা শুরু করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন ভিডিও বা ডাউনলোডযোগ্য টেমপ্লেটের মতো স্ব-নির্দেশিত শিক্ষণ উপকরণ। এখান থেকে আপনার ইনকাম আসতে পারে।

৬) পরিষেবা প্রদান করে অর্থ উপার্জন

আপনি আপনার দক্ষতার উপর দর্শকদের পেইড পরিষেবা প্রদান করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, SEO, কন্টেন্ট রাইটিং, লোগো তৈরি ইত্যাদি পরিষেবা প্রদান করতে পারেন আপনার ব্লগিংয়েই। শুধু আপনাকে যা করতে হবে তা হল ব্লগে একটি পৃষ্ঠা তৈরি করুন। আর সেখানেই তৈরি করুন আপনার পরিষেবার তালিকা। এই লিংকটি স্থাপন করবেন নেভিগেশন বার এবং বিশিষ্ট স্থানে। এছাড়া সরাসরি ব্যাংক ট্রান্সফারের অপশন রাখুন, যারা পরিষেবা গ্রহণ করবেন তারা আপনাকে তার জন্য অর্থ সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার করবে।

আরও পড়ুন:- দেদার AC চালিয়েও বিল কম আসবে, জেনে নিন সিক্রেট টিপস

আরও পড়ুন:- চিনকে ধাক্কা দিতে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে এই জিনিসের খোঁজ চালাচ্ছে ভারত, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন