চার্জশিটের অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ? প্রশ্ন শুনেই কালীঘাটের কাকুর মুখে….

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই (CBI)। চার্জশিটে পার্থ, মানিক, কুন্তল সহ আরও কয়েকজনের নামের সঙ্গে জ্বলজ্বল করছে ‘জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের’ (Abhishek Banerjee) নাম। কে এই ‘জনৈক অভিষেক?’ তাঁর পরিচয় কি? তা নিয়ে কিছুই লেখা হয়নি। শুক্রবার দুপুরে ফের একবার উঠে এল ‘জনৈক অভিষেক’ প্রসঙ্গ। যার নেপথ্যে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র।

আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !

এদিন নিয়োগ দুর্নীতি মামলায় শুনানির জন্য আদালতে সশরীরে হাজির করা হয়েছিল ‘কালীঘাটের কাকু’কে (Kalighater Kaku)। সেখানে তাঁকে দেখতে পেয়েই একের পর প্রশ্ন করেন সাংবাদিকেরা। তাঁর কাছে জানতে চান, চার্জশিটে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? তিনি কি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? নাকি অন্য কোনও অভিষেক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত? এত প্রশ্ন করা হলেও একটারও জবাব না দিয়ে তিনি উঠে পড়েন গাড়িতে।

আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !

সিবিআই চার্জশিট জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা নিয়ে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অভিষেক বলেছিলেন, ‘সিবিআই একটা ২৮ পাতার চার্জশিট জমা দিয়েছে। তাতে দু’জায়গায় আমার নাম লিখেছে। কিন্তু অভিষেক ব্যানার্জি কে? এমএলএ না এমপি? কোথায় থাকে, কার ছেলে, কী করে, কিছুই লেখেনি। বিজেপি যেমন ভাববাচ্যে কথা বলে, তেমন সিবিআইও ভাববাচ্যে কথা বলেছে। আসলে সিবিআই ভয় পেয়েছে বলেই পরিচয় উল্লেখ করেনি।’

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন