Bangla News Dunia, Pallab : দীর্ঘ ৪৫ দিন পর শেষ হয়েছে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন দেশ-বিদেশের প্রায় ৬৬ কোটি ,মানুষ। এবারে মহাকুম্ভে যাওয়ার ইচ্ছে থাকলেও অনেকেই রয়েছেন যেতে পারেননি নানান কারণে। তাঁরা ভাবছেন পুণ্যস্নান করার জন্য অপেক্ষা করতে হবে অনেকগুলি বছর। তাঁদের জন্য এবার সুখবর। আর ৬ বা ১২ বছর অপেক্ষা করতে হবে না। মাত্র ৩ বছর অপেক্ষা করলেই ফের পুণ্যস্নানের সুযোগ মিলবে। ২০২৭ সালে নাসিকে আয়োজিত হবে কুম্ভ মেলায়।
আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !
নিয়মানুসারে, প্রতি ৩ বছর অন্তর কুম্ভ (Kumbh), ৬ বছর অন্তর অর্ধ কুম্ভ ও ১২ বছর অন্তর আয়োজিত হয় পূর্ণ মহাকুম্ভ। এই ধর্মীয় উৎসবের আয়োজন হয়ে থাকে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী- এই চার শহরে। ২০২৭ সালে কুম্ভের আসর বসবে মহারাষ্ট্রের নাসিক থেকে প্রায় ৩৮ কিমি দূরে ত্রিম্বকেশ্বরে। বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি ত্রিম্বকেশ্বর শিব মন্দির। ২০২৭ সালের ১৭ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে এই কুম্ভ মেলা।
আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !
নাসিকে আয়োজিত কুম্ভ মেলা প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলেন, ‘নাসিক কুম্ভ মেলার জন্য অত্যাধুনিক প্রযুক্তিকে একত্রিত করার রূপরেখা তৈরি হচ্ছে। যাঁরা পবিত্র জলে স্নান করতে পারবেন না তাঁরা প্রযুক্তির মাধ্যমে এর মাহাত্ম্য অনুভব করতে পারবেন।’