Bangla News Dunia, Pallab : বাংলাদেশে (Bangladesh) আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেনস পার্টি বা এনসিপি) (NCP)। ঢাকার (Dhaka) মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে কোরান পাঠ করেন দলের সদস্যেরা। তারপর গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থ গুলি পাঠ করা হয়।
আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !
জানা গিয়েছে, নতুন দলে মোট শীর্ষ পদের সংখ্যা থাকছে ১০টি। এই ১০ জনের নামও প্রকাশ্যে এসেছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় বহু মানুষ জড়ো হয়েছেন। রয়েছে কড়া পুলিশি প্রহরা। বাংলাদেশের অন্যান্য দলগুলি জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সীত্রে খবর, নতুন দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে দু’জন করে থাকবেন। এছাড়া থাকছে যুগ্ম মুখ্য সমন্বয়ক নামে একটি পদ। এদিন এই তিনটি নতুন পদ যোগ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। এই পদে যোগ দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদীব। নাসিরুদ্দিন পাটওয়ারীকে দলের মুখ্য সমন্বয়কারী করা হয়েছে। মুখ্য সংগঠন (দক্ষিণাঞ্চল)-এর দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং নাহিদা সারওয়ার।
আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !
এদিন বিপুলসংখ্যক ছাত্র-জনতা মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ে জড়ো হন। তাঁদের কেউ এসেছেন রংপুর থেকে, কেউ এসেছেন খুলনা থেকে। আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। কর্মসূচিকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে সেখানে।