Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সকলেরই জীবনে লক্ষ্য থাকে প্রতিষ্ঠিত হবেন। ভালো চাকরির জন্য ইন্টারভিউ (Job Interview) দিতে হয়। কিন্তু অনেকেই ইন্টারভিউ দিতে গিয়ে ঘাবড়ে যান। কিন্তু জানেন কি, চাকরির জন্য ভালো করে ইন্টারভিউ দিতে হলে কিছু টিপস (Job Interview Tips) আপনাকে আগের থেকেই মানতে হবে। তাহলেই কেল্লাফতে। আপনি এভাবে আপনার স্বপ্নের চাকরিতে নিয়োগ পাবেন। কী কী টিপস মানতে হবে? আসুন দেখে নেওয়া যাক।
Job Interview Tips | চাকরির ইন্টারভিউ টিপস
সরকারি হোক কি বেসরকারি চাকরি ইন্টারভিউ আপনাকে দিতেই হবে। আর ইন্টারভিউ মানে সামনাসামনি আপনার কনফিডেন্স চেক। যারা নিয়োগ করবেন তাঁরা দেখবেন আপনি কাজে কতটা পারদর্শী, আপনার কনফিডেন্স কি রকম, আপনি কতটা দায়িত্ব নিতে পারেন আর আপনার কাজ দ্বারা কোম্পানি কতটা প্রভাবিত হতে পারে। এর জন্য আপনার অভিজ্ঞতা চেক করা হবে।
তবে কথায় আছে না, ফার্স্টজনপ্রিয় ইম্প্রেশন ইজ দ্যা লাস্ট ইম্প্রেশন। তাই চাকরির ইন্টারভিউর দিন প্রতিটি চাকরিপ্রার্থীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু আপনার প্রতি ইম্প্রেশন তৈরি হবে সেই কোম্পানির। তাই দেখে নিন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কি করবেন আর কি করবেন না।
আরও পড়ুন:- IDBI ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন
১) পাংচুয়ালিটি
আপনার সময় জ্ঞান থাকা ভীষণ জরুরী। তাই ইন্টারভিউর দিন নির্ধারিত সময়ের আগেই সেই স্থানে পৌঁছে যান। অন্ততপক্ষে ৩০ মিনিট আগে পৌঁছে যাবেন। যদি আপনি দেরি করে পৌছান তাহলে আপনার প্রতি কোম্পানির খারাপ ধারণা হতে পারে। পাংচুয়ালিটি মেইনটেইন করা খুব জরুরী।
২) কোম্পানি সম্পর্কে জেনে যান
আপনি যে কোম্পানির চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই কোম্পানি সম্পর্কে একেবারে না জেনে পৌঁছে যাবেন না। আগের থেকেই সেই কোম্পানি সম্পর্কে জেনে নিন। এর জন্য আপনি গুগল করতে পারেন, গুগলে কোম্পানি সম্পর্কে অনেক তথ্য পাবেন। কোম্পানি সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যান।
৩) পোশাক নির্বাচন
ইন্টারভিউতে আপনার ইম্প্রেশন তৈরি করার জন্য পোশাক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় অবশ্যই মার্জিত রুচিসম্মত পোশাক পরবেন। চুল এলোমেলো করে যাবেন না। অবশ্যই পরিপাটি হয়ে ইন্টারভিউ দিতে যান।
৪) সমস্ত প্রশ্নের গুছিয়ে উত্তর দিন
আপনি যতটুকু জানেন তার মধ্যে থেকেই উত্তর দেবেন। ওভার কনফিডেন্স দেখাবেন না। শেয়ার করতে পারেন আপনার অভিজ্ঞতা যদি কোম্পানি তরফে থেকে আপনাকে জিজ্ঞাসা করে তবে। যে যে প্রশ্ন আপনাকে করা হবে সেগুলির গুছিয়ে উত্তর দিন। স্পষ্টভাবে উত্তর দেবেন। আপনি যে দায়িত্বের সঙ্গে কাজ সামলাতে পারেন আপনার উত্তরের মধ্য থেকেই সেই গুণের প্রতিফলন হবে।
৫) আত্মবিশ্বাস রাখুন
ইন্টারভিউ দেওয়ার সময় আত্মবিশ্বাস রাখুন। ঘাবড়ে গেলে কিংবা কথা গুলিয়ে ফেললে তার দ্বারা সমস্যা হতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যেকটি কথা বলুন। যে যে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা হয়েছে সেগুলি করুন। মোট কথা আপনি আপনার দিক থেকে কোন ত্রুটি রাখবেন না। ঠিক সময়ে দেখবেন, আপনার স্বপ্নের চাকরিতে আপনি নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন:- ফিলটার করা জল পানে রয়েছে মারণ রোগের আশঙ্কা, জানুন বিস্তারিত