মার্চ মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ ! এখনই দেখে নিন ছুটির তালিকা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মার্চ মাস তো এসে গেল। কিন্তু ২০২৫ সালের মার্চ মাসে ব্যাংক সংক্রান্ত সমস্ত কাজকর্ম আগেভাগে পরিকল্পনা করে সেরে নেওয়া ভালো। কারণ জানলে অবাক হবেন, এই মাসে দেশের বিভিন্ন রাজ্যে মোট ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক এই মাসের ছুটির তালিকা ঘোষণা করেছে। 

আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !

যদিও ৩১শে মার্চ ঈদের ছুটির দিন হিসেবে তালিকাভুক্ত ছিল। তবে RBI একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, ওই দিন ব্যাংক বন্ধ থাকবে না। চলুন দেখে নেওয়া যাক মার্চ মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। 

মার্চ মাসে কেন এত বেশি ছুটি?

মার্চ মাসে রয়েছে হোলির মত সবথেকে বড় উৎসব। এছাড়াও বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব এবং ধর্মীয় উৎসব উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি নিয়মিত দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও রবিবার ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। তাই ব্যাংক সংক্রান্ত জরুরী কাজ আগেভাগেই সেরে নেওয়া ভালো।

আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !

মার্চ মাসে কবে কবে ব্যাংক বন্ধ থাকবে?

  • ২ মার্চ, রবিবার- সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
  • ৭ ও ৮ মার্চ, শুক্রবার ও শনিবার- চপচার কুট উৎসব উপলক্ষে এই দিনে শুধুমাত্র আইজল-এর ব্যাংক বন্ধ থাকবে।
  • ৯ মার্চ, শনিবার- দ্বিতীয় শনিবার উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
  • ১৩ মার্চ, বৃহস্পতিবার- হোলিকা দহন উপলক্ষে দেহরাদুন, কানপুর, লখনউ, রাঁচি, এবং তিরুভানন্তপুরমে ব্যাংক বন্ধ থাকবে।
  • ১৪ মার্চ, শুক্রবার- হোলি উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
  • ১৫ মার্চ, শনিবার- ইয়াওসেং দিবস উপলক্ষে আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল ও পাটনাতে ব্যাংক বন্ধ থাকবে।
  • ১৬ মার্চ, রবিবার- সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
  • ২২ মার্চ, শনিবার- চতুর্থ শনিবার ও বিহার দিবস উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে এবং বিহারে অতিরিক্ত ছুটি থাকবে।
  • ২৩ মার্চ, রবিবার- সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
  • ২৭ মার্চ, বৃহস্পতিবার – শবে-কদর উপলক্ষে জম্মু ও শ্রীনগরের ব্যাংক বন্ধ থাকবে।
  • ২৮ মার্চ, শুক্রবার- জুমাত-উল-বিদা উপলক্ষে জম্মু ও শ্রীনগরের ব্যাংক বন্ধ থাকবে।
  • ৩০ মার্চ, রবিবার- সাপ্তাহিক ছুটি উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

৩১শে মার্চের ছুটি বাতিল 

ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকায় ৩১শে মার্চ ঈদের ছুটির দিন হিসেবে উল্লেখ ছিল। কিন্তু পরে RBI একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে,৩১শে মার্চ কোনরকম ছুটি থাকবে না। কারণ ওই দিন ব্যাংক ক্লোজিং-ডে হলেও সমস্ত লেনদেন এবং হিসাব-নিকাশ সম্পন্ন করতে ব্যাংক খোলা রাখতে হবে। তবে সাধারণত ঈদের দিন মিজোরাম এবং হিমাচল প্রদেশ বাদে অন্যান্য সমস্ত রাজ্যের ব্যাংক বন্ধ থাকে। 

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন