Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাঁদ যখন সৃষ্টি হয় তখন তা পৃথিবীর খুব কাছে অবস্থান করত। চাঁদ ক্রমশ যত দিন যাচ্ছে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। চাঁদ যখন সৃষ্টি হয় তারপরই চাঁদ জুড়ে ছিল একটি মহাসমুদ্র।
কিসের মহাসমুদ্র তার কিনারা করল চ্যাঙ্গই ৬ মিশনে হাত ধরে চাঁদের যেদিকটি দেখা যায়না সেদিকের মাটির নমুনা। চাঁদের দক্ষিণ মেরুর অ্যাপোলো বেসিন থেকে সংগ্রহ করা নমুনা নিয়ে চিনে ফেরে এই যান।
সঙ্গে আনে চাঁদের অন্ধকার দিক ও যেদিকটির সঙ্গে মানুষ পরিচিত সেদিকের নমুনা। ১৯৩৫.৩ গ্রাম নমুনা নিয়ে ফেরে সেটি। আর সেই নমুনা পরীক্ষা করেই অবশেষে বহুদিন ধরে জল্পনায় জল ঢেলে প্রকৃত সত্য সামনে আনলেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন:- IDBI ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন
এই নমুনা পরীক্ষা করে দেখা গেছে সেগুলিতে ব্যাসল্ট শিলার যে মিশ্রণ মাটির নমুনায় দেখা গেছে এবং চাঁদের ২ দিকেরই মাটিতে পাওয়া গিয়েছে তা আগ্নেয়শিলা ব্যাসল্টই। যার বয়স আনুমানিক ২৮২ কোটি ৩০ লক্ষ বছর।
সে সময় চাঁদটা পুরোটাই গলিত লাভায় ঢাকা ছিল। লাভার মহাসমুদ্র ভরে রেখেছিল পুরো চাঁদকে। এই তথ্য অবশ্যই চাঁদকে নতুন করে চিনতে সাহায্য করবে বিজ্ঞানীদের।
তাঁদের চাঁদের মাটিকে জানতেও প্রভূত সাহায্য করবে। চাঁদ তৈরি হওয়ার পর সেখানে প্রচুর অগ্নুৎপাত হতে থাকে। যা থেকে বেরিয়ে আসে গলিত লাভার স্রোত। যা ক্রমে ঢেকে ফেলে পুরো চাঁদকে। এমন তথ্যই সামনে এসেছে।
আরও পড়ুন:- ফিলটার করা জল পানে রয়েছে মারণ রোগের আশঙ্কা, জানুন বিস্তারিত