Bangla News Dunia, Pallab : চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যে আবারো আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রায় ১০ হাজারের কাছাকাছি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই খবর আসামাত্রই চারিদিকে হইচই পড়ে গিয়েছে। যেহেতু রাজ্যের দীর্ঘকালীন কোন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সেই কারণে চাকরি প্রার্থীরা দীর্ঘ হতাশায় ভুগছিলেন। এরই মাঝে এই কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিছুটা হলে আশার আলো জুগিয়েছে। করোনার পরবর্তীকালে আমাদের রাজ্য তথা দেশের সর্বোচ্চ বেকারত্ব চলছে। চারিদিকে বেকারদের হাহাকার। তারি মাঝে বেশ কয়েকটি নিয়োগ দুর্নীতি মামলা কোর্টে আটকে রয়েছে। সরকার চাইলেও এখন পুনরায় নতুন নিয়োগ করতে পারছে না। তাই কোর্টে যত দিন এই মামলার নিষ্পত্তির না হচ্ছে ততদিন, নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আর আসছে না। তারি মাঝে ব্যাংকের এই নতুন বিজ্ঞপ্তি চাকরির প্রার্থীদের নতুন করে উৎসাহ জুগিয়েছে।
আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !
এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন ভারতীয় বন্ধন ব্যাংকের তরফ থেকে। যেখানে বলা হয়েছে প্রায় দশ হাজার শুন্য পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হন তাহলে এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করতে হলে আপনাকে নূন্যতম কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়া ও কিছু পদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। আজকে আমাদের বিজ্ঞপ্তিতে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। আপনি অথবা আপনার পরিবারে কেউ যদি এখানে আবেদনে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আমাদের প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।
✓শূন্য পদ:
ভারতীয় বন্ধন ব্যাংক সরকার স্বীকৃত ব্যাংক। বর্তমানে এই ব্যাংক দ্রুত হারে দেশের কোণে কোণে বিস্তার লাভ করেছে ও তাদের নতুন নতুন শাখা করে তুলছে। এই কারণে তাদের প্রচুর কর্মী নিয়োগের তৎপর হয়ে পড়েছে। বর্তমানে বন্ধন ব্যাংকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সে পদ গুলো হলো-
• প্রশাসন
• কৃষি ব্যবসা
• বিশ্লেষণ/BIU/কর্পোরেট কৌশল
• নিরীক্ষা
• ব্যাংকিং অপারেশন এবং গ্রাহক সেবা
• শাখা ব্যাংকিং
• সম্মতি
• কর্পোরেট বেতন
• কর্পোরেট সেবা
• ডিজিটাল ব্যাংকিং
• অর্থ ও হিসাব
• হাউজিং ফাইন্যান্স
• মানব সম্পদ
• আইটি
• আইনি/ভিজিল্যান্স
• মার্কেটিং
• মাইক্রো ব্যাংকিং
• অন্যান্য
• খুচরা সম্পদ
• ঝুঁকি
• এসএমই এবং এমএসএমই ব্যাঙ্কিং
• ট্রেড ফাইন্যান্স
• কোষাগার
• পাইকারী ব্যাংকিং
✓বয়স সীমা:
এখানে আবেদন করতে হলে চাকরি প্রস্তুতের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী সরকার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়স ছাড় পাবেন।
✓শিক্ষাগত যোগ্যতা:
এখানে বিভিন্ন পদ উল্লেখ করা হয়েছে, তাই বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কিছু পথের ক্ষেত্রে স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। আবার কিছু পথের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে।
আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !
✓অনলাইনে আবেদন পদ্ধতি:
এখানে আবেদন আপনারা দুই ভাবে করতে পারেন অনলাইন অথবা অফলাইনে। অনলাইনে আবেদন করার জন্য সর্ব প্রথমে আপনাকে এর অফিসের ওয়েবসাইটে প্রবেশ করতে হয়। তারপর একটি বৈধ মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই রেজিস্ট্রেশন নাম্বার অফ পাসওয়ার্ড দিয়ে পনের লগইন করে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।
✓অফলাইনে আবেদন পদ্ধতি:
বন্ধন ব্যাংকের এ আবেদনের দ্বিতীয় পদ্ধতি হলো অফলাইন। অফলাইনে আবেদনের জন্য আপনাকে, আপনার বায়োডা সহ প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলি আবেদনপত্রের সঙ্গে জেলা ভিত্তিক হেড অফিসে জমা দিতে হবে। পরবর্তীকালে আপনাকে বন্ধন ব্যাংকের তরফ থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।