যুবকের পেট থেকে উদ্ধার চামচ-ছুরি-পেন! তাজ্জব চিকিৎসকরা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পেটে ব্যথা নিয়ে হিমাচল প্রদেশের শ্রী লাল বাহাদুর শাস্ত্রী মেডিক্যাল কলেজ ভর্তি হন এক রোগী ৷ পরীক্ষা-নিরীক্ষার পর, চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার ভোররাতে অস্ত্রোপচারে ওই বছর সাতাশের যুবকের পেট থেকে বেরিয়ে আসে 12টি চামচ, ছুরি, কাঁটা চামচ, পেন ও সুঁচ ৷ যা দেখে তাজ্জব হয়ে যান চিকিৎসকরা ৷

জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি মান্ডি জেলার কাঠলাগ গ্রামে ৷ তাঁর অস্ত্রোপচার চলে ঘণ্টা তিনেক ধরে ৷ শ্রী লাল বাহাদুর শাস্ত্রী মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক রাহুল মৃগপুরী বলেন, “পেটে ব্যথার কারণে বৃহস্পতিবার ভোর 5টায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তাঁর অবস্থা গুরুতর দেখে পরীক্ষা-নিরীক্ষা করা হয় ৷ তখনই আমাদের সন্দেহ হয়, তাঁর পেটে বেশ কিছু জিনিসপত্র রয়েছে ! পরে জানা যায় সেগুলি হল চামচ, ছুরি, কাঁটা চামচ, পেন থেকে সুঁচ ৷ তবে,তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে ৷ ওই যুবক আপাতত পর্যবেক্ষণে রয়েছেন ৷”

আরও পড়ুন:- IDBI ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

চিকিৎসকদের মতে, ওই যুবক স্কিৎজোফ্রেনিয়া নামের মানসিক রোগে আক্রান্ত ৷ 2006 সালে বাবাকে হারানোর পর, তিনি বর্তমানে মা ও ভাইয়ের সঙ্গে থাকেন। পরিবারের সদস্যদের মতে, উচ্চ মাধ্যমিকের পর, তাঁকে কোচিংয়ের জন্য চণ্ডীগড়ে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে এক বছর থাকার পর তাঁর মানসিক অবস্থার অবনতি ঘটে ৷ এই রোগে আক্রান্ত রোগীদের বিভিন্ন লক্ষণ দেখা যায় ৷ কখনও কখনও এক মাস বা কখনও কখনও কয়েক বছরও সময় লেগে যায় সুস্থ হতে ৷ এঁরা যে কোনও কিছু খেয়ে ফেলেন এবং তাঁদের ঘুমোতেও নানা সমস্যা হয় ৷

আসলে ড্রিপেশন বা মানসিক অবসাদ আর স্কিৎজোফ্রেনিয়া সম্পূর্ণ এক না-হলেও দুটো রোগের মধ্যে কিছু কিছু মিল রয়েছে। তাই অনেকেই প্রাথমিকভাবে মানসিক চাপ ভেবে স্কিৎজোফ্রেনিয়াকে অবহেলা করেন। সেটা ধীরে ধীরে অসুখকে আরও মারাত্মক অবস্থায় নিয়ে যায়। এক্ষেত্রেও তেমনই কিছু হয়েছে বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান।

আরও পড়ুন:- এবার UPI-এর মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে, কিভাবে ? জেনে নিন

আরও পড়ুন:- ফিলটার করা জল পানে রয়েছে মারণ রোগের আশঙ্কা, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন