9/11-র পর কেন মার্কিন পুলিশের টার্গেটে ছিলেন সুনীল শেট্টি ? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাথায় তাক করা বন্দুক ৷ হাতকড়া পরিয়ে হুমকি আমেরিকা পুলিশের ৷ 2001 সালে 9/11-র বিধ্বংসী ঘটনার পর ভয়াবহ আতঙ্ক আজও বয়ে বেরোচ্ছেন অভিনেতা সুনীল শেট্টি ৷ জীবনের ভুলতে না পারা অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেতা ৷

আমেরিকার ওপর জঙ্গি হামলার ঘটনায় সেই সময় নিহত হন প্রায় 2 হাজার 997 জন ৷ আহতের সংখ্যা 6 হাজারের বেশি ৷ সেই বছরই আমেরিকা পুলিশের গান পয়েন্টে ছিলেন অভিনেতা সুনীল, জানালেন নেপথ্যের ভয়াবহ অভিজ্ঞতার কথা ৷ সুনীল শেঠি বলেন যে আমেরিকায় 9/1 হামলার পর তাঁকে ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে, যখন সুনীলকে প্রশ্ন করা হয়েছিল যে চলচ্চিত্র জগতের লোকেরা কি এমন কোনও ঘটনার শিকার হয়েছেন, যা মানুষকে হতবাক করবে?

এই প্রশ্ন শুনে অভিনেতা জানান, 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পর আমেরিকায় সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সুনীল জানান যে তিনি হোটেলে তাঁর ঘরের চাবি চেয়েছিলেন এবং তা নিয়ে একটি বড় ভুল বোঝাবুঝি তৈরি হয় ৷ ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেতা বলেন, “আমার দাড়ি ছিল এবং আমি হোটেলে যাচ্ছিলাম, আমি লিফটে গিয়ে জানতে পারলাম যে আমি আমার ঘরের চাবি ভুলে গিয়েছি ৷ সেখানে একজন আমেরিকান ভদ্রলোক ছিলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম তাঁর কাছে চাবি আছে কি না, ৷ কারণ আমি আমার চাবি ভুলে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল তিনি বুঝতে পারেনি ৷ এরপর আমি তাঁকে ইশারার মাধ্যমে ব্যাখ্যা করেছিলাম ৷ এরপরেই সবকিছু ওলটপালট হয়ে যায় ৷ লোকটি লিফট থেকে বেরিয়ে এসে জোরে চিৎকার করতে শুরু করেন।”

আরও পড়ুন:- রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। নূন্যতম মাসিক বেতন 12,000 টাকা। বিস্তারিত দেখে নিন

এরপর অভিনেতা আরও বলেন, “এরপরেই বেশ কয়েকজন পুলিশ আসে ৷ তারা আমার মাথায় বন্দুক ঠেঁকিয়ে হাঁটু মুড়ে বসতে বলে ৷ হাত উপরে তোলার নির্দেশ দেয় ৷ না শুনলে গুলি মারার হুমকি পর্যন্ত দেয় ৷ আমি বুঝতে পারছিলাম না কেন আমার সঙ্গে এমন হচ্ছে !” অভিনেতা জানান, এর কিছুক্ষণ পরেই হোটেলের ম্যানেজার ও কর্মীরা পৌঁছান ৷ তাঁরাই অভিনেতার পরিচয় পুলিশকে জানান ৷ মূলত, সেই সময় কাঁটে ছবির শুটিং করতে আমেরিকায় গিয়েছিলেন সুনীল ৷ 2002 সালে মুক্তি পায় এই সিনেমা ৷

আরও পড়ুন:- দেদার AC চালিয়েও বিল কম আসবে, জেনে নিন সিক্রেট টিপস

আরও পড়ুন:- চিনকে ধাক্কা দিতে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে এই জিনিসের খোঁজ চালাচ্ছে ভারত, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন