২দিন পরই উচ্চমাধ্যমিক পরীক্ষা, ‘দিদি নম্বর ১’-এ মিলল লাস্ট মিনিট সাজেশন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাধ্যমিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘাড়ের কাছে শ্বাস ফেলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিকভাবেই পড়ুয়ারা শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন। আর এরই মাঝে ‘দিদি নম্বর ১’-এ লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে। রচনার বন্দ্যোপাধ্যায়ের এই শোয়ে হাজির শিক্ষিকারা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাঁরা দিলেন একের পর এক টিপস। শেষ মুহূর্তে কী কী বিষয়ের উপর জোর দেওয়ার কথা বললেন দিদিমনিরা?

জি বাংলার সেই প্রোমোয় দেখা গিয়েছে, ইংরাজির শিক্ষিকা মিঠু দে দেবনাথ বললেন, ‘দ্য প্রপোজাল’ বলে একটা ড্রামা থেকে ‘লোমভ’ চরিত্রটি এবার আসবেই আসবে। বাংলার শিক্ষিকা বিদিশা ভট্টাচার্য বলেন, ‘এবার ভীষণ গুরুত্বপূর্ণ ভারতবর্ষ গল্পে বৃদ্ধার চরিত্র আসবেই।’রসায়নের শিক্ষিকা সুতপা রায়ও তাঁর বিষয়ের সাজেশন দেন। ইতিহাসের শিক্ষিকা বর্ণালী রুজ নিজের মতো করে মজা করে বলেন, ‘ইতিহাসের কিছু সাজেশন দিচ্ছি, ‘প্রত্যেকে খাতা পেন বার করে বসে পড়ো…’। তাঁর কথায় হেসেও ফেলেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:- রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। নূন্যতম মাসিক বেতন 12,000 টাকা। বিস্তারিত দেখে নিন

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে একটুও সময় নেয়নি। অনেকে সাধুবাদ যেমন জানিয়েছেন তেমনই সমালোচনাও করেছে। কেউ কেউ লিখেছেন, যদি সাজেশন না মেলে তাহলে কি শো বন্ধ হবে? আবার কেউ লেখেন, আমার এই সাফল্যের পিছনে দিদির অবদান অনস্বীকার্য। আবার কেউ লেখেন, এবার সবাই ফেল করবেই এই সাজেশন শুনলে। কেউ আবার বলেছেন, ‘এবার ইউনিক জিনিস হয়েছে, এবার ভালোই টিআরপি আসবে। শনিবার বিকেল সাড়ে চারটের সময় এই শো সম্প্রচার হবে।

প্রসঙ্গত, দিদি নম্বর ১-এ সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের সমাবেশ হয়ে থাকে। টলিউড থেকে টেলিভিশন তারকারা যেমন এসেছেন তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রচনার এই শোতে গেম খেলে গিয়েছেন। এখানে বলে রাখা ভাল দিদি নম্বর ১-এর শোয়ের সঞ্চালিকা তথা হুগলির সাংসদ রচনার ছেলে প্রনীল বসুও উচ্চমাধ্যমিক দেবে। মাঝে মধ্যেই তাঁকে নিয়ে নানা কথা রচনাকে দিদি নম্বর ওয়ানে বলতে শোনা যায়। তাঁর পড়াশোনা থেকে, গেম খেলা সবই নিয়ে। জগদ্ধাত্রী পুজোতেও রচনাকে ছেলের জন্য প্রার্থনা করতে দেখা গিয়েছিল। মায়ের কাছে আশীর্বাদ চান যাতে ছেলে ভালভাবে পাশ করে।

আরও পড়ুন:- দেদার AC চালিয়েও বিল কম আসবে, জেনে নিন সিক্রেট টিপস

আরও পড়ুন:- চিনকে ধাক্কা দিতে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে এই জিনিসের খোঁজ চালাচ্ছে ভারত, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন