Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একাধিক প্রকল্পের মধ্যে একটি জনহিতকর প্রকল্প হলো লক্ষীর ভান্ডার(Lakhhir Bhandar)। এই প্রকল্পে রাজ্যের মহিলারা অর্থ সাহায্য পেয়ে থাকেন। সাধারণ ঘরের মহিলারা ১০০০ টাকার অর্থ সাহায্য পেয়ে থাকেন ও অনগ্রসর শ্রেণীর মহিলারা অর্থাৎ তফশিলি জাতি ও উপজাতির মহিলারা ১২০০ টাকা অর্থ সাহায্য পেয়ে থাকেন।
তবে লক্ষীর ভান্ডারের ক্ষেত্রে রাজ্য সরকার কিছু নতুন নিয়ম পরিবর্তন করেছেন। এই নিয়মগুলি না জানলে ১লা মার্চ ২০২৫ থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। নিয়মগুলি কী কী জানতে প্রতিবেদনটি মন দিয়ে পডুন।
আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,
লক্ষীর ভান্ডার (Lakhhir Bhandar) প্রকল্পের কিছু নিয়ম পরিবর্তন করা হচ্ছে আগামী ১লা এপ্রিল ২০২৫ থেকে।
রাজ্য সরকার বলেছেন যে নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে ১লা মার্চের পর থেকে লক্ষীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। তাই সমস্ত নিয়মগুলি জেনে রাখা দরকার।
1) বয়স-
লক্ষীর ভান্ডারের (Lakhhir Bhandar) ক্ষেত্রে ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন। তাই উল্লিখিত বয়সের বাইরে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় না।
আরও পড়ুন : বিতর্কসভা চলাকালীন মারধর ‘আইআইটি বাবা’কে ! প্রতিবাদে থানার সামনে বসলেন ধর্নায়
2) সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট-
লক্ষীর ভান্ডারে(Lakhhir Bhandar) আবেদনকারীদের জয়েন্ট নয় , অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে তবেই লক্ষীর ভান্ডার পাওয়া যায়।
3) কে ওয়াই সি (KYC Update) –
লক্ষীর ভান্ডারে (Lakhhir Bhandar) আবেদনকারী প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিংক করা থাকতে হবে অর্থাৎ কেওয়াইসি করা থাকতে হবে, যাদের এটি করা নেই তারা কখনই প্রকল্পের টাকা পাবেন না।
4) তথ্য আপডেট-
ট্যাব কেলেঙ্কারি ঘটনার পর সরকার চান লক্ষীর ভান্ডারের (Lakhhir Bhandar) সুবিধাভোগীদের তথ্য নতুন করে যাচাই করতে, সেই কারণে প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্ট সবসময় আপডেট করতে হবে।