স্টেট ব্যাংকে সোনা রাখলেই টাকা পাবেন গ্রাহকেরা। কিভাবে আবেদন করবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI R GDS Scheme এর মাধ্যমে এবার সোনার মালিকদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত সুযোগ। যদি আপনার কাছে সোনার অলংকার বা সোনার ধাতু থাকে, তাহলে তা শুধুমাত্র ব্যাঙ্কের লকারে রেখে দেওয়ার পরিবর্তে গোল্ড মনিটাইজেশন স্কিম এর মাধ্যমে এর থেকে নগদ টাকা ও আয় করতে পারেন। SBI Revamped Gold Deposit Scheme (R-GDS) গ্রাহকদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সোনা জমা রেখে সুদ উপার্জন করা সম্ভব।

Revamped Gold Deposit Scheme (R-GDS)

এই বিশেষ স্কিমটি Gold Monitisation Scheme নামেও পরিচিত। কারণ এটি শুধুমাত্র সোনা সুরক্ষিত রাখার মাধ্যম নয়, বরং বিনিয়োগেরও একটি চমৎকার উপায়। এই প্রকল্পের আওতায় SBI তিন ধরনের ডিপোজিট অপশন দিচ্ছে, যেখানে নির্দিষ্ট সময়সীমার জন্য সোনা জমা রেখে বার্ষিক সুদ উপার্জন করা যাবে। আবার প্রয়জনের সময়ে সোনা ফেরত ও নেওয়া যাবে। লকারে সোনা গচ্ছিত রাখলে যেমন বার্ষিক টাকা দিতে হয়, কিন্তু এই স্কিমে উল্টে ব্যাংক আপনাকে টাকা দেবে।

R GDS Scheme Types

SBI R GDS Scheme তিনটি ভাগে বিভক্ত।

শর্ট টার্ম ব্যাঙ্ক ডিপোজিট (STBD):

যদি আপনি স্বল্প সময়ের জন্য সোনা জমা রাখতে চান, তাহলে এটি সেরা বিকল্প। এই ক্যাটাগরির অধীনে ১ থেকে ৩ বছরের জন্য সোনা গচ্ছিত রাখা যায়।
প্রাপ্য সুদের হার:
১ বছরের জন্য: ০.৫৫% বার্ষিক সুদ
২ বা ৩ বছরের জন্য: ০.৬০% বার্ষিক সুদ

 

 

মিড টার্ম গভর্নমেন্ট ডিপোজিট (MTGD)

এই বিভাগে গ্রাহকরা ৫ থেকে ৭ বছরের জন্য সোনা জমা রাখতে পারেন। এই স্কিমে বার্ষিক সুদের হার তুলনামূলক বেশি।
প্রাপ্য সুদের হার: ২.২৫% বার্ষিক

লং টার্ম গভর্নমেন্ট ডিপোজিট (LTGD)

যারা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তারা এই স্কিমটি বেছে নিতে পারেন। ১২ থেকে ১৫ বছরের জন্য সোনা গচ্ছিত রাখলে সুদের হার হয় আরও বেশি।
প্রাপ্য সুদের হার: ২.৫০% বার্ষিক।

 

 

মেয়াদ শেষে সোনা কিভাবে ফেরত পাবেন?

এই স্কিমের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, মেয়াদ শেষে গ্রাহক দুটি বিকল্প পেতে পারেন।

  • সোনার আকারে ফেরত – গ্রাহক চাইলে তাঁর জমা রাখা সোনা ফেরত নিতে পারেন।
  • নগদ অর্থে ফেরত – চাইলে সোনার বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে নগদ অর্থও গ্রহণ করা যেতে পারে।

 

কেন এই স্কিম লাভজনক?

২০১৫ সালে কেন্দ্রীয় সরকার R GDS Scheme চালু করেছিল, যার মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে থাকা অব্যবহৃত সোনা সংগ্রহ করা এবং তা আর্থিকভাবে কাজে লাগানো। এই স্কিমে সোনা শুধু নিরাপদেই থাকবে না, বরং তার উপর সুদও পাওয়া যাবে, যা অন্যান্য বিনিয়োগের মতোই লাভজনক।

আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?

আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন