আগামী বছরে কবে শুরু মাধ্যমিক পরীক্ষা ? জানুন সঠিক তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

madhyamik exam

Bangla News Dunia, Pallab : ২০২৬ অর্থাৎ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বছরের শুরুর দিকে ভোটে আগ্রহী রাজ্যের শাসকদল। আর সেই কারণে এগিয়ে আসতে পারে মাধ্যমিকের টেস্ট। এমনই ইঙ্গিত মিলছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে। টেস্ট নেওয়া হতে পারে চলতি বছরের পুজোর পরই অর্থাৎ অক্টোবর নাগাদ। ইতিমধ্যে পর্ষদ সেই প্রস্তুতি শুরুও করেছে বলে প্রাথমিকভাবে খবর। তবে এনিয়ে এখনও পাকাপাকি কোনও খবর নেই। মনে করা হচ্ছে, ছাব্বিশে ভোটের কারণে মাধ্যমিকও এগিয়ে আসতে পারে।

আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !

২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হয়েছে। ছাব্বিশের রুটিন এখনও ঘোষণা করেনি মধ্যশিক্ষা পর্ষদ। সাধারণত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে। তা মিটলে সপ্তাহখানেকের মধ্যে শুরু হয় উচ্চমাধ্যমিক। টেস্ট হয়ে থাকে নভেম্বরের শেষ বা ডিসেম্বরে। তবে আগামী বছর এপ্রিল বা মে মাসে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে তার আগেই পরীক্ষা শেষ হওয়ার কথা। আর তাই পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসার সম্ভাবনাই প্রবল।

অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হতে পারে মাধ্যমিকের টেস্ট। আর পরীক্ষা হতে পারে জানুয়ারির শেষে।

আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন