স্কুলে ছাত্রীর গোপনাঙ্গে হাত প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের কলকাতার সরকারি স্কুলে হেনস্থার শিকার ছাত্রী। অভিযুক্ত খোদ প্রধান শিক্ষক। অভিযোগ, ছাত্রীর বুকে ও গোপনাঙ্গে হাত দেয় প্রধান শিক্ষক। নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এনিয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনা দমদমের ভারতীয় বিদ্যামন্দির স্কুলে। সেই স্কুলের এক ছাত্রীর অভিযোগ, সোমবার তাকে নিজের ঘরে ডাকেন প্রধান শিক্ষক। এরপর তার বুকে হাত দেন, জামা ধরে টানেন ও গোপনাঙ্গে হান দেন। আপত্তি জানালেও কোনও কাজ হয়নি।

আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন

সোমবারই বাড়িতে গিয়ে মা-বাবাকে সব কথা বলেন ওই ছাত্রী। মঙ্গলবার স্কুলের আসেন অভিভাবকরা। প্রধান শিক্ষকের এই কুকর্মের কথা তাঁরা জানান। অন্য অভিভাবকরাও ঘটনার প্রতিবাদ করেন। তাঁদের অভিযোগ, ওই প্রধান শিক্ষকের চরিত্র ভালো নয়। তাঁর বিরুদ্ধে আগেও স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে কেউ কোনও পদক্ষেপ করেনি। এবারও একই ঘটনা ঘটল।

এদিকে অভিভাবকরা এদিন সকালে স্কুলে এসে বিক্ষোভ দেখান। স্কুলে এসে ছাত্রীকে কেন যৌন হেনস্থার শিকার হতে হবে, সেই প্রশ্ন তোলেন তাঁরা। স্কুলের প্রধান শিক্ষকের গ্রেফতারির দাবিও জানান। তবে এদিন স্কুলে আসেননি অভিযুক্ত। দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

প্রসঙ্গত, স্কুলে ছাত্রীদের হেনস্থার ঘটনা আগেও প্রকাশ্যে এসেছে। গত ডিসেম্বর মাসে হুগলির মগড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। সেবারও স্কুলে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা। মগড়া থানায় অভিযোগ দায়েরও হয়েছিল।

আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে

আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন