Bangla News Dunia, Pallab : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সুর চড়ালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, ‘হাসিনা বাংলাদেশে থাকুন বা না থাকুন, উনি ভারতে থাকা অবস্থাতেও আমরা বিচার প্রক্রিয়া শুরু করে দিতে পারি।’
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
সরকারি চাকরিতে সংরক্ষণ পদ্ধতির সংস্কার নিয়ে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। সেই আন্দোলন ক্রমেই বৃহত্তর আকার নেয়। আন্দোলনের চাপে ২০২৪ এর ৫ অগাস্ট দেশ ছাড়েন হাসিনা। পরবর্তীতে আশ্রয় নেন ভারতে। এরপর থেকে বাংলাদেশের দায়িত্ব সামলাচ্ছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতায় বসতেই হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আনেন। যার মধ্যে অন্যতম, আন্দোলন দমনের জন্য হাসিনা সরকার বহু মানুষকে বন্দি করেছে, হত্যা করেছে। যা মানবতার বিরুদ্ধে বিরাট অপরাধ হিসাবে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে বিচার শুরু করতে চায় ইউনূসের সরকার।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
কীভাবে বিচার সম্ভব? সে প্রসঙ্গে বুধবার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ইউনূস বলেন, ‘হাসিনা বাংলাদেশে (Bangladesh) থাকুন বা না থাকুন, উনি ভারতে থাকা অবস্থাতেও আমরা বিচারপ্রক্রিয়া শুরু করে দিতে পারি। শুধু তিনি নয়, বিচারপ্রক্রিয়া শুরু হবে তাঁর সঙ্গে আরও ছিলেন তাঁদেরও। ইতিমধ্যেই বাংলাদেশে একাধিক অপরাধের জন্য হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তাঁকে বিচারপ্রক্রিয়ার মধ্যে আনতে তাঁর অনুপস্থিতি নিয়ে কোনও সমস্যা তৈরি হবে না।’
এরপর তিনি টেনে এনেছেন বিখ্যাত ‘আয়না ঘরের’ প্রসঙ্গ। তাঁর কথায়, সামান্য অন্যায়ে ‘আয়নাঘরে’ বহু মানুষকে গুম করে দিতেন হাসিনা। কিছু বন্দিকে খুনও করা হত। কোনও দিন তাঁদের খোঁজ পাওয়া যেত না। হাসিনা দেশ ছাড়ার পর সেখান থেকে বহু বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। বন্দিরা নিজেরাই জানিয়েছেন সেখানে থাকার ভয়াবহ অভিজ্ঞতা। এভাবে নির্বিচারে মানুষকে কষ্ট দেওয়ার জন্য কারা কারা যুক্ত ছিলেন তাও দেখা হবে।’
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !