ভারত সফরে বেলজিয়ামের রাজকুমারী, জানুন কি কি চুক্তি হল দু-দেশের মধ্যে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বেলজিয়ামের রাজকুমারী অ্যাস্ট্রিডের সঙ্গে দেখা করেছেন ৷ একই সঙ্গে, দুই দেশের নাগরিকদের জন্য সুযোগ সুবিধাগুলি চালু করার ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেছেন। মোদি বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং কৃষির মতো ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন।

অ্যাস্ট্রিড 1 থেকে 8 মার্চ পর্যন্ত ভারত সফরে আছেন ৷ মূল লক্ষ্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। প্রধানমন্ত্রী মোদি এক্স-হ্যান্ডেলে লিখেছেন, “বেলজিয়ামের প্রিন্সেস অ্যাস্ট্রিডের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। ভারতে 300 সদস্যের বেলজিয়ান অর্থনৈতিক মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর উদ্যোগের প্রশংসা করছি ৷” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কৃষি, জীব বিজ্ঞান, উদ্ভাবন, দক্ষতা এবং অ্য়াকাডেমিক বিনিময়ে নতুন অংশীদারিত্বের মাধ্যমে আমাদের জনগণের জন্য একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলি উন্মুক্ত করার জন্য উন্মুখ।”

আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন

তিনি প্রিন্সেস অ্যাস্ট্রিডকে ভারতে স্বাগত জানিয়েছেন ৷ একই সঙ্গে, বিশিষ্ট ব্যবসায়ী নেতা, সরকারি আধিকারিক এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধি-সহ 300-রও বেশি সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আসার জন্য তাঁর প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী ৷ এই দ্বিতীয়বার প্রিন্সেস অ্যাস্ট্রিড ভারতে একটি অর্থনৈতিক মিশনের নেতৃত্ব দিচ্ছেন ৷ দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের তাৎপর্যকেও তুলে ধরেন ৷ প্রধানমন্ত্রী দফতরের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং প্রিন্সেস অ্যাস্ট্রিডের মধ্যে আলোচনা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, উদ্ভাবন, শক্তি, পরিকাঠামো, কৃষি, দক্ষতা, একাডেমিক আদান-প্রদান এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক-সহ বিভিন্ন ক্ষেত্রের উপরে হয়েছে।

উভয় পক্ষই ক্ষেত্রগুলিতে সহযোগিতার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ৷ ভারত-বেলজিয়াম সম্পর্কের সামগ্রিক গতিপথ গত কয়েক বছরে স্থিরভাবে প্রসারিত হয়েছে। সম্পর্কের ফোকাস ঐতিহ্যগতভাবে বাণিজ্য এবং বিনিয়োগের উপর ছিল। ভারত ইইউ-এর বাইরে বেলজিয়ামের সপ্তম বৃহত্তম রপ্তানি গন্তব্য এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে ষষ্ঠ বৃহত্তম বাণিজ্য অংশীদার।

আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে

আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন