Bangla News Dunia, Pallab : মেয়েরা আর ঘরে বসে থাকতে চান না। তাঁরা বিভিন্ন শহরে চাকরির খোঁজে ঝাঁপিয়ে পড়েছেন। এদেশে চাকরির বাজারে মহিলাদের চাকরির সুযোগও (Job Opportunities) বেড়েছে। একটি সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট বলছে, চলতি বছরে ভারতে মেয়েদের চাকরির সুযোগ ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বেড়েছে নতুন মুখের চাহিদা। যে সমস্ত ক্ষেত্রে তাঁদের চাকরির সুযোগ বেড়েছে সেগুলি হল, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, আর্থিক-পরিষেবা, বিমা, শিল্পোৎপাদন ও স্বাস্থ্যসেবা।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
ফাউন্ডিট-এর সমীক্ষা বলছে, মহিলাদের ক্ষেত্রে ২৫ শতাংশ চাকরি বেড়েছে ফ্রেশারদের জন্য। কেরিয়ার গড়তে চাওয়া মহিলা পেশাদারদের চাহিদা বেড়েছে তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ ও বিপণনে। বেতন সংক্রান্ত সমীক্ষায় দেখা গিয়েছে, সংখ্যাগরিষ্ঠ মহিলা অর্থাৎ ৮১ শতাংশ মহিলা আয় করেন ০ থেকে ১০ লক্ষ টাকা। ১১ শতাংশ মহিলা বছরে আয় করেন ১১-২৫ লক্ষ টাকা। ৮ শতাংশ মহিলা বছরে বেতন পান ২৫ লক্ষ টাকার বেশি। একটা সময় ছিল যখন মেয়েরা পড়াশোনার ব্যাপারে কলা বিভাগের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। ইদানীং তাঁদের মধ্যে উৎসাহজনক প্রবণতা বেড়েছে বিজ্ঞান, মানবসম্পদ ও বিপণনে। এছাড়াও কর্মী-ব্যাবস্থাপনা, জনসংযোগ, বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্টে মহিলাদের চাকরির সূযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ফাউন্ডিটের বিপণন প্রেসিডেন্ট অনুপমা ভিমরাজকা জানিয়েছেন, দেশের চাকরির বাজার দ্রুত বাড়ছে। মহিলাদের চাকরির অনেক সুযোগ বেড়েছে। প্রযুক্তি নির্ভর চাকরিতে মেয়েরা বেশি সংখ্যায় যোগ দিচ্ছেন। সাইবার নিরাপত্তা, ডেটা-বিজ্ঞানের ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন চাকরিপ্রার্থী মেয়েদের সংখ্যা বেড়েছে। সমীক্ষা অনুযায়ী, দেশের প্রথম সারির শহরগুলিতে মেয়েদের চাকরির খোঁজ বেড়েছে ৫৯ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় সারির শহরগুলিতে চাকরির খোঁজ বেড়েছে ৪১ শতাংশ।
আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা