Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পোস্ট অফিসের সকল প্রকল্পগুলি (Post Office Scheme) নিঃসন্দেহে জনসাধারণের মুখে হাসি ফোটানোর জন্য উপযোগী। আবার সাধারণ মানুষ চান এমন প্রকল্প যেখানে টাকা বিনিয়োগ করেও অল্প সময়ের মধ্যে ভালো রিটার্ন পাওয়া যায়। আর তাই পোস্ট অফিসের বিশেষ এক প্রকল্প হতে পারে আপনার জন্য এক্কেবারে পারফেক্ট। আর সে স্কিমে আপনি ৫০০ টাকা রেখে রিটার্ন পাবেন কড়কড়ে ১০০০ টাকা।
Post Office Scheme Investment
আপনিও কি ভাবছেন আপনার টাকা এমন একটি স্কিমে বিনিয়োগ (Investment) করবেন যেখানে
রিটার্ন আসবে ডবল? রাতারাতি আপনার টাকা দ্বিগুণ করার জন্য খুঁজছেন বেস্ট স্কিম? তাহলে
এই প্রতিবেদন আপনার জন্য। পোস্ট অফিসের এক বিশেষ প্রকল্প সম্পর্কে আলোচনা করা হলো। এমনিতেই পোস্ট অফিসের প্রকল্পগুলি গ্রাহকদের উপকার দেয়, তাও এই আপনার জেনে রাখা ভাল বিশেষ একটি প্রকল্প সম্পর্কে। আসুন তবে টাকা বিনিয়োগ করার জন্য এই প্রকল্প সম্পর্কে জানা যাক।
আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন
পোস্ট অফিসের টাকা ডবল করার প্রকল্প
বর্তমানে সমাজে টাকা বিনিয়োগ করার জন্য বেশ কিছু নামজাদা প্রকল্প রয়েছে। তবে যদি আপনি কম ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে চান তাহলে RD বা রেকারিং ডিপোজিট আপনার জন্য অন্যতম বেস্ট অপশন। আসলে বিভিন্ন ব্যাঙ্ক আরডি করার ক্ষেত্রে বিভিন্ন সুদের হার অফার করে থাকে।
তবে এসবের মধ্যেও পোস্ট অফিসের RD রেকারিং ডিপোজিট স্কিম আদর্শ। বর্তমানে কেন্দ্র সরকার এই স্কিমে সুদ দিচ্ছে ৬.৭% শতাংশ হারে। পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট (আরডির) ম্যাচিউরিটি মোট ৫ বছরে হয়। কিন্তু, আপনি যদি চান ৩ বছর পরেও এর টাকা তুলতে পারেন। রেকারিং ডিপোজিট করার সুবিধাগুলি কী কী?
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট এমন একটা স্কিম, যার বিপরীতে একজন বিনিয়োগকারী ঋণ নিতে পারেন। পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, আপনার ১২ কিস্তি জমা দেওয়ার পর অ্যাকাউন্টে জমা হওয়া পরিমাণের মোট ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, ঋণের সুদের হার রেকারিং ডিপোজিটের সুদের চেয়ে প্রায় ২ শতাংশ বেশি হবে। পোস্ট অফিসের এই স্কিমে আপনি প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন।
রেকারিং ডিপোজিট স্কিমে কেমন রিটার্ন পাবেন?
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে যদি আপনি ৫০০ টাকা বিনিয়োগ করেন, তবে ৫ বছর পর আপনার হাতে রিটার্ন আসবে ৩৪,০০০ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। আর যদি, প্রতি মাসে ৬০০ টাকা বিনিয়োগ করেন তাহলে, ৫ বছর পর রিটার্ন পাবেন ৪০,৮০০ টাকা।
প্রতি মাসে ৭০০ টাকা বিনিয়োগ করলে, ৫ বছর পর রিটার্ন আসবে ৪৭,৬০০ টাকা। মাসে ৯০০ টাকা বিনিয়োগ করলে, ৫ বছর পরে রিটার্ন পাবেন ৬১,২০০ টাকা। আর যদি প্রতি মাসে ১০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পর আপনার হাতে রিটার্ন আসবে ৬৮,০০০ টাকা।
আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে
আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন