সাতসকালে দমদমে মারাত্মক ঘটনা, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভয়ঙ্কর ঘটনার সাক্ষী দমদম। দুই ব্যক্তির মারামারি, একজনের চোখ উপড়ে নেওয়ার চেষ্টা, গণপিটুনিতে অন্যজনের মৃত্যু। বুধবার সাত সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রমোদনগরে। মৃত যুবকের নাম গোকুল মণ্ডল (৪৩)। চোখে গুরুতর আঘাত নিয়ে প্রদীপ সরকার নামে আরেক যুবক হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার সকালে মত্ত অবস্থায় প্রদীপ হেঁটে যাচ্ছিলেন। ভারসাম্য হারিয়ে ওই যুবক গোকুল মণ্ডলের বাড়ির দরজার সামনে এসে পড়েন। গোকুল বেরিয়ে এসে ওই যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপরেই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। গোকুল রাগের চোটে ওই যুবকের বুকের উপরে বসে দুই চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে উপড়ে নেওয়ার চেষ্টা করেন। প্রদীপের দুই চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হয়। গভীর ক্ষতের সৃষ্টি হয়, গল গল করে রক্ত ঝরতে থাকে। পরে ঘরের ভেতরে ঢুকিয়ে গোকুল তাঁকে মারধর করেন বলে অভিযোগ।

আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন

পরিস্থিতি বেগতিক দেখেই এলাকার লোকজন প্রদীপকে বাঁচাতে যান। অভিযোগ, এরপর গোকুলকে ধরে মারধর করা হয়। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় গোকুলকে প্রথমে দমদম পুর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রদীপকে আশঙ্কাজনক অবস্থায় মধ্য়মগ্রামের একটি বেসরকারি চোখের হাসপাতালে ভর্তি করা হয়।

অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোকুলের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে গোকুলের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে পুলিশ। এলাকার বাসিন্দাদের মধ্যে অনেকেই জানান, গোকুল একাই থাকতেন। তাঁর ঘরের কাছে বাচ্চারা খেললে গরম জল ছুড়ে দিতেন। এছাড়াও কয়েকজনকে কামড়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে অতীতে।

আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে

আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন