পানীয় জলে পোকা, মাটি ! গ্রীষ্মের আগেই গুরুতর সমস্যা, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখনও গ্রীষ্মকাল আসেনি । কিন্তু, তার মধ্যেই তীব্র জল কষ্ট পশ্চিম বর্ধমানের আসানসোল শহরে । খোদ শহরের বুকে বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জলের সংকট দেখা দিয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কখনও অনিয়মিত পানীয় জলের পরিষেবা, কখনও নোংরা কাদার মতো জল আসছে । ফলে বাসিন্দাদের জল কিনে খেতে হচ্ছে ।

এলাকাবাসীর দাবি, সরকারি টাইম কল থেকে যে জল মিলছে তা কেবল স্নান করা কিংবা অনান্য কাজের যোগ্য । তাই চিন্তিত বাসিন্দারা ৷ তাঁদের কথায়, গ্রীষ্মকাল পুরোপুরিভাবে এলে কী অবস্থা হবে ! গ্রামাঞ্চল বা প্রান্তিক এলাকা নয় । খোদ শহরের বুকেই পানীয় জলের হাহাকার । স্থানীয় সূত্রে খবর, গত একসপ্তাহ ধরে আসানসোল পুরনিগমের বিস্তীর্ণ এলাকায় এই পানীয় জলের সংকট । আসানসোল পুরনিগমের 84, 85-সহ 45 নম্বর ওয়ার্ড এলাকার বিস্তীর্ণ অঞ্চলে এই সংকট দেখা দিয়েছে ।

বাসিন্দারা জানাচ্ছেন, বাড়িতে টাইম কলে জল আসছে না । অনিয়মিত পরিষেবা । যদি বা কখনও জল আসছে সেটাও কাদার মতো নোংরা জল । সেই জলে পোকা কিলবিল করছে । আসানসোলের ইসমাইল এলাকায় এই জলকষ্ট তীব্র ধারণ করেছে । মাদার টেরিজা গলি এলাকায় দেখা গেল কোনও টাইম কলেই জল আসছে না । শুকিয়ে কাঠ ।

আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন

স্থানীয় বাসিন্দা বিউটি ভট্টাচার্য বলেন, “পানীয় জলের এই সমস্যা আমাদের বহুদিনের । কাউন্সিলররকে জানাতে গেলে তার উত্তর, আপনারা ভোট দেননি, তাই জল পাবেন না । গত এক সপ্তাহ ধরে আমরা অনিয়মিত জল পাচ্ছি । টানা তিনদিন জল আসেনি । গতকাল থেকে যাও বা জল এল, সেটা কাদার মতো । পানের অযোগ্য ।”

Drinking water crisis

জলে পোকা দেখা যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের

 

অন্য আরেক বাসিন্দা শম্পা দাঁ’র কথায়, “গতবছরও আমরা এই সমস্যায় ভুগেছি । কাউন্সিলরকে জানিয়েছি বারবার । কোনও সমাধান হয়নি । এবছর আরও সমস্যা বেড়েছে । প্রায়শই আসছে না জল । আমাদের কিনে খেতে হচ্ছে জল ৷ যেটুকু জল আসছে সেটাও ব্যবহার করা যাচ্ছে না, এত নোংরা জল ।”

ইসমাইলের আরও দুই গৃহবধু মনিমালা শর্মা ও অর্পিতা শর্মা বলেন, “গৃহস্থ বাড়িতে প্রচুর জল লাগে । পানীয় জলটুকু কিনে খাচ্ছি, কিন্তু বাকি সবকিছুর জন্য জল পাচ্ছি না । যা জল আসছে তাতে স্নান করলেও ত্বকের রোগ হয়ে যাবে । কত আর জল কিনব ।”

বিষয়টি নিয়ে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিম উল হকের বক্তব্য, “পানীয় জলের স্থায়ী সমাধান করার জন্য আমরা নদীতে গর্ত করে জল প্রকল্প করছি । মোট 5টি এই ধরনের প্রকল্প হচ্ছে । গ্রীষ্মকালে নদী শুকিয়ে গেলেও আর পানীয় জলের সমস্যা হবে না । ইসমাইল এলাকায় পাইপ লাইন জোড়ার কাজ হচ্ছিল । তা মিটিয়ে ফেলা হয়েছে । নিয়মিত জল পাবেন বাসিন্দারা ।”

যদিও পুরকর্তাদের এই আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না বাসিন্দারা । তাঁরা চাইছেন, স্থায়ী সমাধান হোক পানীয় জলের ।

আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে

আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন