গ্রুপ-সি’-এর পরীক্ষা বাতিল করল রেলবোর্ড, কারণ জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

railway recruitment

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রেল পরীক্ষায় অনিয়ম হয়েছে, তাই রেল বোর্ড সিদ্ধান্ত নিল পরীক্ষা বাতিলের ৷ গত 4 মার্চ রেলের গ্রুপ-সি’র যে যে বিভাগে পরীক্ষা হয়েছিল তা বাতিল করার কথা জানিয়েছে ভারতীয় রেল বোর্ড ৷ রেল বোর্ডের তরফে বুধবার জানানো হয়েছে, ওই পরীক্ষায় ‘অনিয়ম’ হয়েছে, তাই ফের পুনর্বিবেচনা করা হবে ৷ পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত কোনও নতুন রেলের গ্রপ-সি’র কোনও নতুন করে পরীক্ষা হবে না ৷

গত পরশু (মঙ্গলবার) অর্থাৎ পরীক্ষার দিনই সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের কাছে একটি সার্কুলার পাঠিয়েছে রেল বোর্ড ৷ তাতে স্পষ্ট উল্লেখ, “সাম্প্রতিক সময়ে রেলের গ্রুপ-সি বিভাগের নিয়োগের পরীক্ষায় বেশকিছু ‘অনিয়ম’ লক্ষ্য করা গিয়েছে ৷ তাই ওই বিভাগের নিয়োগ পরিকাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ গত 4 তারিখ পর্যন্ত হওয়া রেলের গ্রুপ-সি বিভাগের সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হল ৷ আর এলডিসিই/জিডিসিই (গ্রুপ সি)-র নিয়োগ পরীক্ষা বাতিল করে দেওয়া হল।”

আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন

পাশাপাশি ওই সার্কুলারে রেল বোর্ডের আরও উল্লেখ, “পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত আর কোনও নিয়োগ শুরু করা যাবে না। নিয়োগ নিয়ন্ত্রণের জন্য পরবর্তী নির্দেশাবলি যথাসময়ে জারি করা হবে ৷” সেই দিন রেলমন্ত্রক এই সমস্ত পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক যাতে আয়োজন করা হয়, তেমন নির্দেশ দিয়েছে রেল বোর্ড (RRB)-কে ৷

উল্লেখ্য, গত 4 তারিখ গ্রুপ-সি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তরপ্রদেশের মুঘলসরাই থেকে ইস্ট-সেন্ট্রাল রেলওয়ের 26 জন রেল কর্মকর্তাকে সিবিআই গ্রেফতার করে ও 1.17 কোটি টাকা বাজেয়াপ্ত করে ৷ এরপরই পরীক্ষা নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল ৷ আজ, বৃহস্পতিবার রেলওয়ে বোর্ড কর্তৃক একটি উচ্চস্তরের মিটিং হয়। রেলমন্ত্রক সিদ্ধান্ত নেয়, এবার থেকে রেল নিয়োগের পরীক্ষা RRB/CBT-এর মাধ্যমে মাধ্যমে নেওয়া হবে ৷”

আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে

আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন