লন্ডনে বিদেশমন্ত্রী জয়শঙ্করের গাড়িতে হামলা, ছেঁড়া হল ভারতের পতাকা, ঘটনায় কারা জড়িত ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়িতে হামলার চেষ্টা। জয়শঙ্করের নিরাপত্তা বলয় ভেঙে চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তাঁর গাড়ির কাছে চলে যান। একজন বিচ্ছিন্নতাবাদী বিদেশমন্ত্রীর গাড়ির দিকে দৌড়ে গিয়ে পুলিশ অফিসারদের সামনে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। যা নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয়।

ঘটনার একটা ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একজন খালিস্তানিপন্থী জয়শঙ্করের কনভয়ের দিকে ছুটে আসছে। পতাকা ছিঁড়ছে। সেখানে উপস্থিত আধিকারিকরা প্রথমে তাঁকে বাধা দিচ্ছিলেন না। কিন্তু পরে পদক্ষেপ করেন। অভিযুক্তদের পাকড়াও করেন।

আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জয়শঙ্কর একটি জায়গায় বক্তব্য রাখছেন। সেখানে খালিস্তানি চরমপন্থীরা অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন।

আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন

 

এর আগে জয়শঙ্কর লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে এক আলোচনায় পাকিস্তানের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। ওই সাংবাদিক কাশ্মীর প্রসঙ্গে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন যে, ভারত ‘অবৈধভাবে কাশ্মীর দখল’ করেছে এবং সেখানে ‘সত্তর লক্ষ কাশ্মীরিকে নিয়ন্ত্রণ করতে দশ লক্ষ সেনা মোতায়েন করেছে’। পাশাপাশি, তিনি জানতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে কাশ্মীর সমস্যা সমাধান করবেন কিনা।

জয়শঙ্কর স্পষ্ট জানান, কাশ্মীর সমস্যার সমাধানে ভারত ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ করেছে। এতে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপের  প্রয়োজন নেই।

তিনি বলেন, ‘কাশ্মীরে, আমরা বেশিরভাগ সমস্যার সমাধান করতে পেরেছি। ৩৭০ ধারা বিলোপ একটি বড় পদক্ষেপ ছিল। এরপর কাশ্মীরের অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক ন্যায়বিচার পুনরুদ্ধার করা হয়েছে। আর সর্বশেষ ধাপে আমরা উচ্চ ভোটদানের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন যে দিকটির জন্য অপেক্ষা করছি, সেটি হল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পুনরুদ্ধার। একবার তা হয়ে গেলে কাশ্মীর সমস্যার পুরো সমাধান হয়ে যাবে।’

আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি

আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন