Bangla News Dunia, Pallab : বাংলাদেশের (Bangladesh) নির্বাচনে আওয়ামি লিগ (Awami League) অংশ নেবে কিনা, তা সিদ্ধান্ত নেবে শেখ হাসিনার দলই। ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। একই সঙ্গে ইউনূস এও জানান, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
ঢাকায় নিজের সরকারি বাসভবনে সাক্ষাৎকার দিতে গিয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি ‘হতচকিত’ বোধ করেছিলেন। তিনি বলেন, ‘আমার ধারণা ছিল না, যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি আগে কখনও সরকার চালাইনি। অথচ আমাকেই প্রয়োজনীয় কাজগুলি করতে হবে।’ তাঁর কথায়, বিষয়টি যখন ঠিক হয়ে গেল, তারপর কাজগুলি সংগঠিত করা শুরু হয়। আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, দেশের জন্য অর্থনীতি ঠিক করা অগ্রাধিকার ছিল।
চলতি বছরের শেষের দিকে নির্বাচন আয়োজনের আশা করছেন ইউনূস। আওয়ামি লিগ নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, তিনি সিদ্ধান্ত নিতে পারেন না বলে জানান। তাঁর কথায়, শান্তি-শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং অর্থনীতি। মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটা এমন যেন ১৬ বছর ধরে কিছু ভয়ংকর টর্নেডো বয়ে গিয়েছে। আমরা টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি।’
আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত
প্রসঙ্গত, গত বছর গণঅভ্যুথ্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনার আওয়ামি লিগ সরকার। পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। ক্ষমতার পালাবদলের পর হাসিনার দলকে নিষিদ্ধ করার দাবি ওঠে। তবে এখনও সেরকম পথে হাঁটেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা