Bangla News Dunia, দীনেশ : আর মাত্র হাতে একটি ম্যাচ। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট টিম। এবার ট্রফিটা ঘরে তুলতে পারলেই আরো একটি আন্তর্জাতিক শিরোপা ভারতের কাতারে যুক্ত হবে। তবে শুধু ট্রফি নয়, এই জয়ের সঙ্গে মিলবে বিশাল পরিমাণে প্রাইজ মানি।
প্রতিটি আইসিসি ইভেন্টের সময় ক্রিকেটপ্রেমীদের মনে একটি প্রশ্ন থাকে, জয়ী দল কত টাকা প্রাইজ মানি পাবে? এবার সেই কৌতুহলকে একপ্রকার উসকে দিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর বিশাল পুরস্কার মূল্য।
আরও পড়ুন : চালু হচ্ছে আধারের নতুন পোর্টাল, কী কী সুবিধা পাবে সাধারণ মানুষ ?
চ্যাম্পিয়ন হলে ভারত কত টাকা পাবে?
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্য ৬০ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা।
- যে দল চ্যাম্পিয়ন হবে তার জন্য বরাদ্দ ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে প্রায় ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা। অর্থাৎ, যদি ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে তাহলে তাদের হাতে উঠবে বিপুল পরিমাণে প্রাইজ মানি।
- রানার্স আপ দল পাবে ১.১২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি ২৭ লক্ষ টাকা। যদি নিউজিল্যান্ড রানার্স আপ হয় তাহলে এই প্রাইজ মানি তারা পাবে।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !
অন্য দলগুলির জন্য কত টাকা বরাদ্দ?
আইসিসি শুধুমাত্র বিজয়ী বা রানার্স আপ দলের জন্যই প্রাইজ মানি দেয় না।প্রতিটি অংশগ্রহণকারী দলকেই আর্থিক পুরস্কার দেয়।
- প্রত্যেক দল শুধুমাত্র টুর্নামেন্টে অংশ নিলেই পাবে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাড়ায় প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা।
- সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দল পাবে প্রাইজ মানি হিসেবে ৪ কোটি ৮৬ লক্ষ টাকা।
- পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দুটি দল পাবে ৩ কোটি ৪ লক্ষ টাকা।
- সপ্তম এবং অষ্টম স্থানে থাকা প্রতিটি দল পাবে ১ কোটি ২১ লক্ষ টাকা।
- এছাড়া প্রতিটি ম্যাচ জিতলে বাড়তি ৩০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হয় আইসিসির তরফ থেকে।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
চ্যাম্পিয়ন্স ট্রফি শুধুমাত্র সম্মানের লড়াই নয়, এটি আর্থিক দিক থেকেও বিশাল একটি সুযোগ। ভারতীয় দল যদি এবার এই ট্রফি ঘরে তুলতে পারে তাহলে শুধু ট্রফি নয়, প্রায় ১৯ কোটি টাকার প্রাইজ মানিও আসবে ভারতের ঘরে। এখন দেখার ফাইনালে নামার পর রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারে কিনা।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা