সব কৃষকদের ফসলের ক্ষতির টাকা দিবে সরকার ! জানুন কিভাবে পাবেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : প্রাকৃতিক দুর্যোগ, ‌ডিভি‌সির ছাড়া জল, অসময়ে বৃষ্টি ও রোগ‌ পোকার আক্রমণে বাঁকুড়া জেলার আলু চা‌ষে‌ ব্যাপক ক্ষতি হয়ে গেছে।

অসময়ে‌ শিলা বৃষ্টি হয়েছে সেটাও চাষে ক্ষতির আরও একটি কারণ।‌ এই রকম একটি পরিস্থিতিতে যখন আলু চাষীদের মাথায় হাত পড়েছে তখন রাজ্য সরকার তাদের ভরসা দিলেন। রাজ্য সরকার বাংলার ফসল বীমা যোজনার (Bangla Shasya Bima) মাধ্যমে কৃষকদের সহায়তা করবে।

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

বাঁকুড়ার ১০০ শতাংশ আলু চাষীকে এই বীমার আওতায় আনা হয়েছে বলে খবর‌। জেলা কৃষি দপ্তর জানিয়েছে আলু চাষীরা আলুর ক্ষতিপূরণ পেয়ে যাবেন।

উল্লেখ্য , এর আগে বাংলায় আলু চাষের বিমা হতো না। এইবছর থেকেই রাজ্য সরকার আলু চাষীদের বিমার প্রিমিয়ামের টাকা মিটিয়ে দিচ্ছেন। সংশ্লিষ্ট মহল মনে করছেন আর বিমার টাকা পেতে কোন‌ও সমস্যা হবে না।

বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা দেব কুমার সরকার এই প্রসঙ্গে বলেন যে এইবার জেলায় ৫৬ হাজার হেক্টরের কিছু বেশি জমিতে আলু চাষ ‌ হয়েছে। ‌

মোট আড়াই লক্ষ চাষী আলু লাগিয়েছেন, আমরা জেলাবাসীকে ফসল বীমা যোজনার আওতায় আনতে পেরেছি।‌ ফলে আশা করা যাচ্ছে ক্ষতিগ্রস্থ চাষীরা নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পেয়ে যাবেন।

বড়জোড়ার মানাচর এলাকার আলু চাষী মিলন সরকার এই প্রসঙ্গে বলেন, এবার শুরুর দিকে আবহাওয়া ভালো ছিলো বলে আমরা‌ও আশা করেছিলাম যে বাম্পার ফলন হবে,

আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত

তবে শেষ দিকে কুয়াশা ও আবহাওয়ার জন‌্য ধসা লেগে যায়, ঝড় বৃষ্টিতে‌ও প্রচুর ক্ষয় ক্ষতি হয়। ফসল বীমা যো‌জনার ক্ষতিপূরণ পেলে ভালো হয় , তা না হলে বহু চাষী বিপদে পড়বেন।

প্রশাসন সূত্রের খবর অনুযায়ী আপাতত জলদি জাতের পোখরাজ বেশি পরিমাণ বাজারে নিয়ে আসা হচ্ছে। বিষ্ণুপুর মহকুমার প্রায় সব ব্লক, খাতরা মহকুমার তালডাংরা, সিমলাপাল, সারেঙ্গা,রায়পুর এবং সদর মহকুমার ওন্দার, বড়জোড়ার মত কিছু জায়গায় কিছু জায়গায় আলুর ভালো ফলন হয়েছে।

কৃষি দপ্তরের বক্তব্য অনুযায়ী বাঁকুড়ায় প্রায় ১৬ লক্ষ ‌ মেট্রিক টন আলু ফলবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন