Bangla News Dunia, বাপ্পাদিত্য:- PF বা প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে প্রফেশনাল ডিটেলস আপডেট করা এখন আরও সহজ হয়ে গেল।
EPFO গ্রাহকদের জন্য নতুন সুবিধা আনল। যার ফলে আধার-ভেরিফায়েড UAN নম্বর থাকা সদস্যরা কোনও রকম নথি আপলোড না করেই প্রোফাইল আপডেট করতে পারেন।
যদি কোনও গ্রাহকের UAN আধারের সঙ্গে লিঙ্কড থাকে, তাহলে তিনি নাম, জন্মতারিখ, লিঙ্গ, জাতি, মা-বাবার নাম, বিবাহের স্টেটাস, স্ত্রীর নাম, ডেট অফ জয়েনিং, ডেট অফ লিভিং সহ সব তথ্য আপডেট করা যাবে কোনও নথি আপলোড না করেই।
এর আগে এই সব তথ্য পরিবর্তন করতে হলে নিয়োগকর্তা সংস্থার অনুমোদন নিতে হত। ফলে অনেক সময় লাগত। নিয়োগকর্তা সংস্থার অনুমোদনের জন্য সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত অপেক্ষা করতে হত।
UAN যদি ২০১৭ সালের ১ অক্টোবরের আগে ইস্যু করা হয়ে থাকে, তাহলে কিন্তু কর্মীকে নিয়োগকর্তা সংস্থার সার্টিফিকেট নিতে হবে।
আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন
EPFO-এর বক্তব্য, গ্রাহকদের যাতে PF অ্যাকাউন্ট নিয়ে কোনও রকম অসুবিধায় না পড়তে হয়, তার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে।
স্বাগত জানিয়েছে কর্মী ইউনিয়নগুলি। তাদের মতে, কর্মী চাকরিতে যোগদানের পরে সংস্থা কর্মীর ইউএএন নথিভুক্ত করে।
দেখা গিয়েছে, সেই সময়েই অনেক ক্ষেত্রে নাম ইত্যাদি তথ্যে ভুল হয়। পরে সেগুলি সংশোধনের জন্য সদস্য এবং নিয়োগকারীকে যুগ্ম ভাবে পিএফের কাছে আবেদন করতে হয়। জমা দিতে হয় নথিও। পিএফ কর্তৃপক্ষ তাতে সায় দিলে তবেই সংশোধন কার্যকর হয়।
শ্রম মন্ত্রক জানিয়েছে, তথ্য সংশোধনের জন্য প্রায় ৪ লক্ষ আবেদন জমা পড়ে রয়েছে। নতুন ব্যবস্থায় সেগুলির দ্রুত সমাধান তো হবেই, উপরন্তু যাঁরা আগে সংশোধনের আবেদন করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি
আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?