Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী ১৪ মার্চ দোল পূর্ণিমা। ওই দিনই আরেক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।
২০২৫ সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2025)। যাকে বলা হয়, ব্লাড মুন। এই বিরল ঘটনা তখনই ঘটে, যখন চাঁদ ও সূর্যের একেবারে মাঝে চলে আসে পৃথিবী।
বছরের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ ভারতীয় সময় সকাল ৯টা ২৭ মিনিটে শুরু হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ঠিক দুপুর ১২টা ২৮ মিনিটে। গ্রহণ ছাড়বে বিকেল সাড়ে ৩টেয়।
বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে মূলত পৃথিবীর যে দিকে রাত থাকবে, সেই দিকে। মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, অ্যাটলান্টিক মহাসাগরের উপকূলীয় দেশগুলিতে দেখা যাবে।
আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন
এশিয়ায় মূলত দু একটি দেশে খুব স্বল্প দেখা যেতে পারে। তবে ভারতে যেহেতু সকাল ও দুপুর থাকবে, তাই এই চন্দ্রগ্রহণ ভারতের আকাশে দেখা যাবে না।
ভারতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে পারে ৭-৮ সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিন দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে।