Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলেই চাই তার চুল ঘন , কালো হোক। চুল মানুষের সৌন্দর্যকে কয়েকগুন বাড়িয়ে তোলে। তবে অনেক সময় দেখা যায় সময়ের আগেই মাথা থেকে চুল ঝেড়ে যেতে শুরু করে। আর এই চুল ঝরা ক্রমশ বৃদ্ধি পায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ বিভিন্ন উপায় করে থাকে তবুও ভালো ফল পায়না। জ্যোতিষ মতে চুল পড়া নিয়ে একাধিক কারণ রয়েছে।
জ্যোতিষ শাস্ত্র মতে বেশ কিছু রাশি রয়েছে যাদের চুল খুব সহজেই ঝরে পরে। এর মধ্যে তুলা ও মেষ রাশির চুল ঝরার পবণতা সবচেয়ে বেশি। এছাড়া সিংহ , কুম্ভ ও ধনু রাশির ও চুল পড়ার প্রবণতা দেখা যায়।
আরো পড়ুন :- দাম্পত্য জীবনে প্রেম ও সুখ – শান্তি বজায় রাখতে পালন করুন বাস্তুর এই নিয়ম গুলি
যেই মানুষের কুষ্ঠিতে বুধ ভালো হয় তার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এছাড়া বুধের কারণে মানুষের সন্মান বৃদ্ধি পায়। যার রাশিতে মঙ্গল ভালো তার চুল খুবই উজ্জ্বল হয়। মঙ্গল ভালো থাকায় ওই জাতক – জাতিকার কোনো বিপদ থেকে রক্ষা পেতে সময় লাগে না।
বিভিন্ন সময় দেখা যায় খুশকির কারণে মাথা থেকে চুল ঝরে পরে। আর তার জন্য মানুষ বিভিন্ন দ্রব্যে ব্যবহার করে থাকেন। জ্যোতিষ মতে , কুষ্ঠিতে একসাথে রাহু ও চন্দ্র অবস্থান করলে এই সমস্যা দেখা দিতে পারে।
অনেক মানুষের বয়সের আগেই পাকা চুলের সমস্যা দেখা যায়। জ্যোতিষ মতে , কুষ্ঠিতে চন্দ্রের সমস্যা থাকলে পাকা চুলের সমস্যা দেখা যায়। এছাড়া কুষ্ঠিতে রাহু ও শনি সমান্তরাল অবস্থানে থাকলে পাকা চুলের সমস্যা দেখা যায়।
আরো পড়ুন :- পরিবারে অশান্তি , অভাব , সমস্ত কাজে বিফল ? একটি নারকেল দূর করতে পারে সমস্ত সমস্যা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)