Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কাশ্মীর প্রসঙ্গে লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করের বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের (PoK) অপেক্ষায় রয়েছে ভারত। জয়শঙ্করের এই বিবৃতি অস্বস্তি বাড়িয়েছে পড়শি দেশের। পাল্টা ক্ষুব্ধ পাকিস্তানের দাবি PoK নিয়ে জয়শঙ্করের বক্তব্য ভিত্তিহীন। পাল্টা পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র শাফকাত আলি খান বলেছেন ,কাশ্মীর নিয়ে ভিত্তিহীন দাবি করার পরিবর্তে, ভারতের উচিত জম্মু ও কাশ্মীরের বিরাট অংশ ছেড়ে দেওয়া। তাদের দাবি ৭৭ বছর ধরে ভারত তা দখল করে রেখেছে।
শাফকাত আরও বলেছেন, “আমরা লন্ডনের চ্যাথাম হাউসে কাশ্মীর নিয়ে জয়শঙ্করের বক্তব্য প্রত্যাখ্যান করছি। তাঁর বলা পাক অধিকৃত কাশ্মীর ইস্যুটি বিতর্কিত। জয়শঙ্কর ভুল বিবৃতি দিচ্ছেন। ভারত সেনাবাহিনীর সহায়তায় অবস্থা পরিবর্তনের চেষ্টা করেছে। কিন্তু এতে বাস্তব বদলাবে না। সেনা জওয়ানদের জোরে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কাশ্মীরের মানুষের সমস্যার সমাধান হবে না।”
আরও পড়ুন:- রাজ্য সরকারের NBCFDM সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
কী বলেছিলেন জয়শঙ্কর?
লন্ডনের চ্যাথাম হাউসে একটি অনুষ্ঠানে এক পাকিস্তানি সাংবাদিক জয়শঙ্করকে প্রশ্ন করেন, ভারত অবৈধভাবে কাশ্মীর দখল করে রেখেছে, যে কারণে তারা প্রতিবাদ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বিশ্বে শান্তি ফিরিয়ে আনার কথা বলেন, তাহলে নরেন্দ্র মোদী কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর বন্ধুত্বকে কাশ্মীর সমস্যা সমাধানে ব্যবহার করতে পারবেন?
এই প্রশ্নে জয়শঙ্কর উত্তর দেন, “আমরা অনেকাংশে কাশ্মীর সমস্যার সমাধান করেছি। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণ করা এর প্রথম পদক্ষেপ। এর পরে, দ্বিতীয় পদক্ষেপ কাশ্মীরে উন্নয়ন এবং অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধির পাশাপাশি সামাজিক ন্যায়বিচার পুনরুদ্ধার করা। তৃতীয় ধাপ হল দুর্দান্ত ভোটিং শতাংশ নিয়ে ভোটগ্রহণ করানো। পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা হবে এটি হল চতুর্থ ধাপ। কাশ্মীরের যে অংশ পাকিস্তান বেআইনিভাবে দখল করেছে তা ফিরিয়ে দিলে কাশ্মীরের সমস্যার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে।
এছাড়াও, আমেরিকার নীতি নিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকান প্রশাসন বহুমুখীতার দিকে এগিয়ে চলেছে, যা ভারতের স্বার্থের জন্য ভাল। উভয় দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে।
আরও পড়ুন:- হঠাৎ আবহাওয়া পরিবর্তনে ঘরে ঘরে সবাই অসুস্থ, কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন
আরও পড়ুন:- ভূতুড়ে ভোটার ধরতে তৃণমূলের দারুন পদক্ষেপ, বিস্তারিত জানুন